বাড়ি ফেরার পথে একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের! নারকেল বিক্রি শেষে আর ফেরা হল না বাড়ি
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Road Accident : ট্রাকের ধাক্কায় মৃত্যু দাদা ও ভাইয়ের। নারকেল বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে দুজনের।
গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর, সুজন সূত্রধর : ট্রাকের ধাক্কায় মৃত্যু দাদা ও ভাইয়ের। নারকেল বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে দুজনের। শুক্রবার রাত্রে দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার গোচিহার ৫১২ নম্বর জাতীয় সড়কের ঘটনা। ঘটনার পরেই এলাকায় স্থানীয়দের ভিড় জমে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
নিহতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ভাইয়ের নাম মৃণাল মিঞা (২৫) ও মহাসিন মিঞা, বয়স (২৮)।তাদের বাড়ি গঙ্গারামপুর থানার গোচিহার এলাকায়। জানা গিয়েছে, ওই দুই ভাই সারাদিন ডাব বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন। অনুমান ৫১২ নম্বর জাতীয় সড়কে ট্রাক তাঁদের পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
আরও পড়ুন : মহালয়ার দিনেই ট্রেন বাতিলের ধাক্কা! ঘুরপথে বন্দেভারত, যাত্রীদের দুর্ভোগ! লিস্ট দেখে নিন
ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। বেশ কিছুক্ষণ পর পথচলতিদের নজরে আসতে গঙ্গারামপুর থানায় খবর দেওয়া হয়। পাশাপাশি ওই দুই ভাইকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা ওই দুই ভাইকে মৃত ঘোষণা করেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন : দার্জিলিং ঢেকে কুয়াশায়, শিলিগুড়িতে চড়া রোদ! আবহাওয়ার খামখেয়ালিতে নাজেহাল উত্তরবঙ্গ
অন্যদিকে এই ঘটনার জেরে নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুই ভাইয়ের একসঙ্গে মৃত্যুর ঘটনায় প্রতিবেশীরাও রীতিমতো শোকস্তব্ধ হয়ে পড়েছেন। পাশাপাশি ঘাতক গাড়ির চালকের উপযুক্ত শাস্তির দাবিও তুলছেন তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 20, 2025 12:07 PM IST