সমতলের পাশাপাশি পাহাড়েও চলছে জোর কদমে দুর্গা পুজোর প্রস্তুতি। দুর্গা পুজোয় পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য সুখবর, পুজোর ছুটিতে পাহাড়ে ঘুরতে গেলেও মিলবে দুর্গা পুজোর আনন্দ। পাহাড়ে তেমনভাবে দুর্গা পুজো না হলেও এ বছর পাহাড়ে বেড়েছে দুর্গা পুজোর সংখ্যা। তবে দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াং এর বুকে ডাউহিল পাহাড়ের কোলে বহুদিন থেকে হয়ে আসা এই পুজোয় কোন কিছুর খামতি থাকে না, সমস্ত জাতি ধর্মের মানুষে মিলেমিশে একাকার হয়ে যায় এই পুজো প্রাঙ্গণ।
advertisement
আরও পড়ুন: পর্যটনের ভরা মরশুমে টানা বৃষ্টিতে ক্ষতির মুখে স্ট্রবেরি চাষিরা
এই প্রসঙ্গে কার্শিয়াংয়ের ডাউহিল সংযুক্ত পরিবার পুজো কমিটির সদস্য বিনম সিং ঘাটানি জানান প্রত্যেক বছরে ন্যায় এবছরও ধুমধাম করে পুজোর আয়োজন করা হবে, এ বছর পশুপতিনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে মন্ডপসজ্জা, কার্শিয়াংয়ের ডাউহিল পাহাড়ের কোলে ৯ দিন ধরে চলে পুজো অর্চনা।পুজোর দিনগুলিতে সকলে মিলে একসাথে আনন্দ হইহুল্লোড় করা হয় এর পাশাপাশি থাকে প্রসাদ বিতরণ।
আরও পড়ুন: ঝর্ণার ধারে জমাটি উইকেন্ড, সঙ্গে স্থানীয় খাবারের এলাহি সম্ভার! কোথায় জানেন?
দুর্গা পূজার ছুটিতে আপনিও যদি দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে পাহাড়ের কোলে সমতলকে টেক্কা দিয়ে থিমের ছোঁয়ায় গড়ে ওঠা এই পুজো মন্ডপ মন জয় করবে আপনার। কার্শিয়াং ডাউহিল রোডে সংযুক্ত পরিবার পুজো কমিটির দ্বারা আয়োজিত এই পুজোয় শুধু নেপালি জনজাতি নয় বিভিন্ন জনজাতির মানুষ একত্রিত হয়ে নাচে গানে আড্ডায় আনন্দে মেতে উঠে পুজোপ্রাঙ্গন, ঢাকের আওয়াজে মেতে ওঠে গোটা পাহাড়।
সুজয় ঘোষ





