জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে সব পুর নাগরিকই অর্ধেক খরচে এই প্যাথলজিক্যাল ল্যাবে টেস্ট করাতে পারবেন। প্রতি পরীক্ষার উপর ভর্তুকি দেওয়া হবে পুরসভার পক্ষ থেকে, এমনটাই জানিয়েছেন ডালখোলার পুরপ্রধান স্বদেশচন্দ্র সরকার। তিনি জানান, প্যাথলজিক্যাল ল্যাব ছাড়াও পুর এলাকায় তিনটি সাব সেন্টার করা হয়েছে। যেখানে বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে তিন দিন প্যাথলজিক্যাল পরিষেবা দেওয়া হলেও পরবর্তীতে সেটা বাড়ানো হবে।
advertisement
আরও পড়ুন: জলাশয় ভরাট করলেই FIR, সঙ্গে মোটা অঙ্কের জরিমানা
পুরসভার এই উদ্যোগে উপকৃত হবেন এলাকার বাসিন্দারা। পুরসভায় প্যাথলজিক্যাল ল্যাব খোলার ফলে কী কী সুবিধা পাবে পুর নাগরিকরা? এ ব্যাপারে ডালখোলার পুরপ্রধান স্বদেশচন্দ্র সরকার জানান, নাগরিকরা পুরসভাতেই এরপর সময়মত এবং সঠিক ডায়াগনস্টিক পরিষেবা পাবেন এই প্যাথলজিক্যাল ল্যাবের মাধ্যমে। প্যাথলজিক্যাল ল্যাবটি আধুনিক সরঞ্জাম এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত হয়েছে, যা রোগ নির্ণয়ে দ্রুত ও সঠিক ফলাফল প্রদান করবে।
পিয়া গুপ্তা