Bangla Video: জলাশয় ভরাট করলেই FIR, সঙ্গে মোটা অঙ্কের জরিমানা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Bangla Video: জলাশয় ভরাট করলেই এবার থেকে আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি সরকারিভাবে ভরাট করা জলাশয় পুনরায় উদ্ধার করা হবে
মালদহ: ব্যাক্তিগত পুকুর বা জলাশয় থাকলেও ভরাট করা যায় না। তা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বেআইনিভাবে জলাশয় ভরাট করেই চলেছে একশ্রেণির মানুষজন। তা নিয়ে এবার নড়েচড়ে বসল প্রশাসন। সরকারি বা বেসরকারি যে কোনও ধরণের জলাশয় ভরাট করলেই এবার এফআইআর করবে ভূমি ও ভূমি সংস্কার দফতর।
জলাশয় ভরাট করলেই এবার থেকে আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি সরকারিভাবে ভরাট করা জলাশয় পুনরায় উদ্ধার করা হবে। সমস্ত খরচ আইন মেনে দিতে হবে অভিযুক্তকে। সরকারি বা বেসরকারি পুকুর, জলাশয় ভরা রুখতে সরকারি এই আইন বা নির্দেশিকার উপর জোর দিয়ে প্রচার শুরু করছে মালদহ জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর। সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্নভাবে প্রচার অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট দফতর। শুধু তাই নয়, জেলা জুড়ে সরকারি জমি একের পর এক দখল হয়ে যাচ্ছে। এমনকি বিভিন্ন দফতরের সরকারি জমির কোনও নথি নেই প্রশাসনের কাছে। সরকারি জমি পুনরুদ্ধার করতে এবার উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন।
advertisement
advertisement
অতিরিক্ত জেলাশাসক( ভূমি ও ভূমি সংস্কার) দেবাহুতী ইন্দ্র বলেন, সরকারি হোক বা বেসরকারি, জলাজমি ভরাট করলেই এফআইআর করা হবে। নির্দিষ্ট আইন রয়েছে। সেই আইনের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও বৈঠকে সরকারি জমি পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
advertisement
ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি জমি জবরদখল মুক্ত, জলাশয় ভরাট বন্ধ করার নির্দেশিকা জারি করা হয়েছে। সেইমত মালদহ জেলা প্রশাসন সমস্ত দফতরের কর্তা আধিকারিক, জেলার প্রতিটি ব্লকের বিএলআরওদের নিয়ে একটি বৈঠক করে। সরকারি জমি দখলমুক্ত করা সহ বিভিন্ন বিষয় যেগুলি রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয়। সরকারিভাবে জেলার সমস্ত সরকারি জমিগুলি চিহ্নিত করে বোর্ড লাগানো হবে। সেই বোর্ডে উল্লেখ থাকবে সেটি সরকারি জমি, কোনও সাধারণ মানুষ সেটি ব্যবহার করতে পারবে না। এছাড়াও কোথাও সরকারি জমির উপর কোনও পরিবার বসবাস করলে তাদের পাট্টা বিলির বিষয়েও চিন্তাভাবনা রয়েছে প্রশাসনের। বিশেষ করে জোর দেওয়া হয়েছে জেলা জুড়ে পুকুর ও জলাভূমি ভরাট বন্ধ করার উপর। জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের পক্ষ থেকে একটি টিম তৈরি করা হচ্ছে। যারা নিয়মিত জেলার প্রতিটি প্রান্তের পুকুর ও জলাভূমিগুলির উপর নজরদারি চালাবে। কোথাও কোনও জলাভূমি ভরাট হলে তৎক্ষণাৎ আইনত ব্যবস্থা নেবে প্রশাসন। পাশাপাশি সাধারণ মানুষকেও এই বিষয়ে সচেতন করতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2024 8:56 PM IST