আরও পড়ুন: ধান্যকুড়িয়াকে নিয়ে বিশেষ ভাবনা হেরিটেজ কমিশনের, পর্যটক টানতে উদ্যোগ
এই সংঘাতের জেরে ইতিমধ্যেই বেশ কিছু বাস মালিক গাড়ি বার করা বন্ধ করে দিয়েছেন। গত ২৮ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস চলাচল বন্ধ রেখেছে গৌড়বঙ্গ বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অন্যান্য আরও দুটি বাস মালিক সংগঠনের গাড়ি চলাচল করছে। গৌড়বঙ্গ বাস মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রায় ৭০ টি বাস মালদহ জেলার বিভিন্ন রুটে চলাচল করে। এছাড়াও মুর্শিদাবাদের ফরাক্কা ও উত্তর-দক্ষিণ দিনাজপুর জেলায় চলাচল করে কিছু বাস। এদিকে বাস বন্ধ থাকায় হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
advertisement
এই প্রসঙ্গে গৌড়বঙ্গ বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অনন্ত কুমার চক্রবর্তী বলেন, গৌড় কন্যা বাস টার্মিনার্সের শ্রমিক ইউনিয়ন আমাদের সঙ্গে জুলুমবাজি করছে। আমাদের গাড়িতে শ্রমিকদের উঠতে দেওয়া হচ্ছে না। সময় গাড়ি ছাড়তে দিচ্ছে না। তাই আমরা অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রেখেছি। সমস্যার সমাধান হলে আবার চলাচল স্বাভাবিক হবে।
আরও পড়ুন: আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এদিকে শ্রমিক ইউনিয়নের আচরণ ও সিদ্ধান্ত সমর্থন করতে পারছেন না বাস শ্রমিকদের একাংশ। তাঁদের অনেকেই অচলাবস্থা তৈরি হওয়ায় ইউনিয়নের উপর অত্যন্ত ক্ষুব্ধ।
হরষিত সিংহ