North 24 Parganas News: ধান্যকুড়িয়াকে নিয়ে বিশেষ ভাবনা হেরিটেজ কমিশনের, পর্যটক টানতে উদ্যোগ

Last Updated:

ধান্যকুড়িয়ায় প্রাচীন রাজবাড়ি আছে। অন্যদিকে সিপাহী বিদ্রোহের আমলে তৈরি হওয়া ধান্যকুড়িয়া হাইস্কুল, ইতালির স্থাপত্য ভাস্কর্যের বহু নিদর্শন অবস্থিত

ধান্যকুড়িয়াকে আরও আকর্ষণীয় করার চিন্তাভাবনা হেরিটেজ কমিশনের
ধান্যকুড়িয়াকে আরও আকর্ষণীয় করার চিন্তাভাবনা হেরিটেজ কমিশনের
উত্তর ২৪ পরগনা: ধান্যকুড়িয়াকে আরও আকর্ষণীয় করার চিন্তাভাবনা হেরিটেজ কমিশনের। বসিরহাট-২ ব্লকে অবস্থিত ধান্যকুড়িয়া। ইতিমধ্যে ধান্যকুড়িয়ার গাইন গার্ডেনকে হেরিটেজ ঘোষণা করেছে রাজ্য সরকার। এটি রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যের, এমনকি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছে। বর্তমানে ছোট-বড় সিনেমার শুটিংয়ের জায়গা হিসেবে ধান্যকুড়িয়া বিশেষ স্থান করে নিয়েছে।
ধান্যকুড়িয়ায় প্রাচীন রাজবাড়ি আছে। অন্যদিকে সিপাহী বিদ্রোহের আমলে তৈরি হওয়া ধান্যকুড়িয়া হাইস্কুল, ইতালির স্থাপত্য ভাস্কর্যের বহু নিদর্শন অবস্থিত। গাইন, বল্লভ, সাহু জমিদার বাড়ি আজও ধান্যকুড়িয়ার গ্রামের পরতে পরতে দেখা যায়। বরাবরই ছোট বড় পর্দার কলাকুশলী থেকে বিদেশি পর্যটকদের কাছে ধান্যকুড়িয়া প্রাচীন সাংস্কৃতি ঐতিহ্য বহন করা গ্রাম। বহু ইতিহাসের সাক্ষী এই হেরিটেজ গ্রাম। রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য হেরিটেজ কমিশনার আলাপন বন্দ্যোপাধ্যায়, বসিরহাটের মহকুমাশাসক আশিস কুমার সহ বিশিষ্টজনেরা স্থানটি ঘুরে দেখেন।
advertisement
advertisement
আরও পড়ুন: আরও খবর পড়তে ফলো করুন
ধান্যকুড়িয়াকে যাতে আরও আকর্ষণীয় করা যায় তারজন্য সবকিছু খতিয়ে দেখা হয়। এরজন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করার চিন্তাভাবনা করেছে রাজ্য সরকার, এমনই জানালেন রাজ্য হেরিটেজ কমিশনার। আন্তর্জাতিক পরিচালক গৌতম ঘোষ জানান, ধান্যকুড়িয়াকে আরও বেশি পর্যটনের কেন্দ্রবিন্দু এনে কলাকুশলী ও পর্যটকদের কাছে এর প্রাচীন ইতিহাস, স্থাপত্য, ভাস্কর্য, সংস্কৃতি আরও বেশি করে তুলে ধরলে বিশ্বের মানচিত্রে ধান্যকুড়িয়া একটি পর্যটন কেন্দ্র হিসেবে বিশেষ জায়গা করে নিতে পারবে।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ধান্যকুড়িয়াকে নিয়ে বিশেষ ভাবনা হেরিটেজ কমিশনের, পর্যটক টানতে উদ্যোগ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement