TRENDING:

Cyber crime: কিউআর কোডে টাকা পাঠালেই চাকরি! ধূপগুড়ির যুগ্ম বিডিওর নামে ফের প্রতারণা

Last Updated:

North Bengal news: ধূপগুড়ির জয়েন্ট বিডিও সৌম্যদীপ বায়েনের নাম করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে প্রতারণা চলছে। ফোনে কিউআর কোড পাঠিয়ে ৪০০০ টাকা চাওয়া হয়। ঘটনার অভিযোগ থানায় জানিয়েছেন বিডিও। সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে যাতে কেউ প্রতারণার শিকার না হন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কিউ আর করে তোলাবাজি
কিউ আর করে তোলাবাজি
advertisement

পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হবে বলে ফোনে জানানো হয়। জানা গিয়েছে, দুটি নম্বর থেকে বিএলও এবং শিক্ষকদের কাছে ফোন আসে। ফোনের ওপার থেকে শুদ্ধ বাংলায় একজন প্রথমে বলে, “আমি ধূপগুড়ির বিডিও বলছি।” এরপর তারা আরও জানতে চাইলে ফোনের ওপার থেকে বলে, “ধূপগুড়ির জয়েন্ট বিডিও বলছি। পরিবারের লোককে রেল, ব্যাংক সহ বিভিন্ন দফতরে চাকরি করিয়ে দেওয়া হবে। অতি দ্রুত টাকা পাঠান।”

advertisement

আরও পড়ুন: ‘কোনও সভ্য দেশের সেনাবাহিনী…’! বাংলাদেশ সেনাকে এ কী বললেন ইউনূসের সহকারী, তোপ সেনাপ্রধানকেও

রীতিমতো তাদেরকে চাপ দেওয়া হয়। এরপর ফোনে একটি কিউআর কোড পাঠানো হয়। সেখানে ৪০০০ টাকা দিতে বলা হয়। এতে সকলের সন্দেহ হতেই অনেকে জয়েন্ট বিডিও সৌম্যদীপ বায়েনকে ফোন করে বিষয়টি জানায়। বেশ কয়েকজনের কাছ থেকে ঘটনার কথা জানতে পেরে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন জয়েন্ট বিডিও সৌম্যদীপ বায়েন।

advertisement

View More

আরও পড়ুন: ‘কোনও সভ্য দেশের সেনাবাহিনী…’! বাংলাদেশ সেনাকে এ কী বললেন ইউনূসের সহকারী, তোপ সেনাপ্রধানকেও

আগেও তার নাম করে কয়েকজন গ্রাম পঞ্চায়েত প্রধানদের ফোন করে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল। ফের প্রতারণার ফাঁদ পাতায় চিন্তিত তিনি। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যাতে ফাঁদে কেউ পা না দেয় সেজন্য সকলকে সতর্ক করলেন। যাতে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেয় সেই দাবিও জানালেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cyber crime: কিউআর কোডে টাকা পাঠালেই চাকরি! ধূপগুড়ির যুগ্ম বিডিওর নামে ফের প্রতারণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল