TRENDING:

West Bengal News: ঈদের নামাজের সময় ভয়ঙ্কর কাণ্ড! মালদহে যা ঘটল, শুনলে গায়ে কাঁটা দেবে!

Last Updated:

West Bengal News: কুরবানির ঈদের নামাজে দাদাকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ‌ নিজেরই খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মারাডাঙ্গি গ্রামে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাবুল আলি নামে এক অভিযুক্তকে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: উৎসবের সুযোগে পুরনো ক্ষোভ মেটাল শত্রু। ঈদের নামাজ পড়ার সময় গলায় ছুরি দিয়ে এক বৃদ্ধ কে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ চাচাত ভাইয়ের বিরুদ্ধে। ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মারাডাঙ্গি গ্রামে।
নিজের চাচাত ভাইকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক
নিজের চাচাত ভাইকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক
advertisement

জানা গিয়েছে, কুরবানীর ঈদ উপলক্ষে মসজিদে নামাজ পড়তে যান জলেল শেখ (৬৫)। নামাজ পড়া অবস্থায় পিছন থেকে তারই চাচাত ভাই বাবুল আলী (৩০) ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে। এরপরই সেখানে লুটিয়ে পড়েন বৃদ্ধ জলেল শেখ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মসজিদ প্রাঙ্গনে। ঘটনা দেখে সেখানে ঈদের নামাজ পড়তে আসা অন্যান্য ব্যক্তিরা সেই বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে স্থানান্তরিত করেন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে আশঙ্কা জনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধ।

advertisement

আরও পড়ুন: ব্রাহ্মস অতীত, আরও ভয়ঙ্কর মিসাইল কিনবে ভারত! ৭৪,০০০ KMPH গতি, কাঁপবে চিন-বাংলাদেশ-পাকিস্তান

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, “অন্যদের মতই জালেল শেখও শনিবার সকালে কুরবানীর ঈদের নামাজ পড়তে মসজিদে যান। নামাজ পড়াকালীন অবস্থায় পেছন থেকে হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মেরে খুনের চেষ্টা করে তারই প্রতিবেশী এক আত্মীয় বাবুল আলি। পুরনো বিবাদের জেরেই খুনের চেষ্টা বলে আশঙ্কা স্থানীয়দের।”

advertisement

View More

এদিকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাবুল‌ আলীকে। ঘটনায় জখম বৃদ্ধের স্ত্রী হাজেরা বিবি বলেন, স্বামীকে আগে থেকেই খুনের হুমকি দিয়ে আসছিল অভিযুক্ত বাবুল আলী। এরপর আজ ঈদের দিন খুনের পরিকল্পনা করে অভিযুক্ত বাবুল আলী। ঈদের নামাজ পড়ার সময় তার স্বামীকে ধারালো ছুরি দিয়ে গলায় কোপ মেরে খুনের চেষ্টা চালায় বাবুল আলী। আশঙ্কা জনক অবস্থায় রয়েছেন স্বামী জলেল শেখ। এই ঘটনায় অভিযুক্তের পরিবারের সদস্যরাও যুক্ত রয়েছেন। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আহতর স্ত্রী।”

advertisement

আরও পড়ুন: ব্রাহ্মস অতীত, আরও ভয়ঙ্কর মিসাইল কিনবে ভারত! ৭৪,০০০ KMPH গতি, কাঁপবে চিন-বাংলাদেশ-পাকিস্তান

সেরা ভিডিও

আরও দেখুন
মেদিনীপুরে উত্তরবঙ্গের স্বাদ, প্রকৃতির কোলে এক টুকরো স্বপ্ন নগরী, হালকা শীতে ঘুরে আসুন
আরও দেখুন

জখম বৃদ্ধের এক আত্মীয় বলেন,  “সম্পর্কে আহত জলেল শেখ এবং অভিযুক্ত বাবুল আলী চাচাত ভাই। প্রায়ই দুই পরিবারের মধ্যে বিবাদ লেগে থাকত। কিছুদিন আগে কথা কাটাকাটির জেরে জলেল শেখের সঙ্গে বচসা বাধে অভিযুক্ত বাবুল আলীর। সেই সময় অভিযুক্ত বাবুল আলী জলেল শেখকে খুন করার হুমকি দেয়। এরপর থেকে বৃদ্ধ জলেল শেখ নামাজ পড়তে যেতেন না। আজ কুরবানীর ঈদ থাকায় স্বাভাবিকভাবেই অন্যদের মত তিনিও এদিন নামাজ পড়তে যান। সেই সময় নামাজ পাঠ চলাকালীন জলেল শেখ কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে বাবুল আলী।” এদিকে এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত বাবুল আলিকে গ্রেফতার করেছে। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বাবুল আলীর পরিবারের সদস্যরা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal News: ঈদের নামাজের সময় ভয়ঙ্কর কাণ্ড! মালদহে যা ঘটল, শুনলে গায়ে কাঁটা দেবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল