TRENDING:

Malda Murder Case: বাবা-মা-বোন-ঠাকুমাকে খুন করে মেঝেতে পুঁতে দেয় বাড়ির ছোট ছেলে! মালদহে হাড়হিম করা খুন কাণ্ডে দোষীর ফাঁসির সাজা ঘোষণা আদালতের

Last Updated:

খুনের ঘটনায় ফাঁসির সাজা শোনালো মালদহ জেলা আদালত। ২০২১ সালে কালিয়াচকের ১৬ মাইল এলাকায় নিজের পরিবারের চারজন সদস্যকে খুন করে বাড়ির ছোট ছেলে মহম্মদ আশিফ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: নিজের পরিবারের ৪ সদস্যকে খুন করে চরম সাজা বাড়ির ছোট ছেলের। শনিবার দীর্ঘ সময় সওয়াল জবাবের পর ২০২১ সালের কালিয়াচকের খুন কাণ্ডে অভিযুক্ত মহম্মদ আশিফকে ফাঁসির সাজা শোনাল মালদহ জেলা আদালত। শুক্রবারই মালদহ আদালতের বিচারক শুভায়ু বন্দ্যোপাধ্যায় মহাম্মদ আশিফকে দোষী সাব্যস্ত করেন । এই দিন দির্ঘ বছর পর ফের মালদহ আদালতে ফাঁসির সাজা শোনালেন বিচারক।
ফাঁসির সাজা ঘোষণা
ফাঁসির সাজা ঘোষণা
advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে ২০২১ সালের ১৯ শে জুন কালিয়াচকের পুরাতন ১৬ মাইলে একটা ঘরের মেঝে থেকে একই পরিবারের ৪ সদস্যের পচা গলা দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় প্রধান অভিযুক্ত ছিল ওই বাড়ির ছোটো ছেলে মহম্মদ আশিফ। জানা যায় আশিফ তার দাদা মহাম্মদ আরিফকেও খুনের ছক কষেছিল। তারপর প্রায় তিন মাস সেই বাড়িতেই একাই থাকত আশিফ। পরে আরিফ থানার দ্বারস্থ হতেই খুনের ঘটনা প্রকাশ্যে আসে। বাড়ির বড় ছেলে মহম্মদ আরিফকে মূল সাক্ষী করে পুলিশ। বাবা-মা বোন ঠাকুমাকে খুনের ঘটনার মামলা তদন্ত শুরু করে পুলিশ। প্রায় ৩ বছর পর এই দিন আদালতে সেই ঘটনার সওয়াল জবাব চলে।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

আদালতে সরকারি পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান,“বাড়ির ছোট ছেলে মহম্মদ আশিফ সে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি তার বাড়িতে বাবা, মা, বোন, ঠাকুমাকে পরিকল্পনা করে খুনের পরে সূর্যের আলোহীন ঘরের মেঝেতে পুঁতে রাখে। সেই বাড়িতে আবার আশিফ কয়েক মাস ধরে বসবাস করে। এমন ঘটনা অত্যন্ত বিরলতম। তাই আদালতের কাছে আসামীর ফাঁসির সাজা চাওয়া হয়েছিল। বিচারক তা মঞ্জুর করেছেন।”

advertisement

View More

আশিফের পক্ষের আইনজীবী মহম্মদ নাসের আলি জানান, “ফাঁসির বিকল্পে আসামীর যাবজ্জীবন সাজার দাবি জানানো হয়েছিল। আদালত ফাঁসির সাজা ঘোষণা করেছে। বিচারক আসামীকে আপিল আদালত হাইকোর্টে যাওয়ার জন্যে সময় সীমাও বেধে দিয়েছেন।”

আরও পড়ুনBankura RajBari Tourism: একবেলার জন্য খুবই সুন্দর ট্যুরিস্ট স্পট, ঘুরতে গেলে চোখ জুড়িয়ে যাবে, বাঁকুড়ার জমিদার বাড়ি সবাইকে জানায় আমন্ত্রণ

advertisement

আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেও ফাঁসির সাজা শোনার পরে কোনও মন্তব্য করতে চায়নি মহাম্মদ আশিফ। পুলিশি পাহারায় তাকে মালদহ জেলা সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়।   ২০২১ সালের ১৯ জুন বাড়ির মেঝে থেকে আসামী আশিফের বাবা জাওয়াদ আলি, মা মাইরা বিবি, বোন আরিফা খাতুন এবং ঠাকুমা আলেকজান বেওয়ার পচা গলা দেহ উদ্ধার হয়। জানা গেছে, বাড়ির সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নেয় আশিফ। সেই টাকা তার বাবা ফেরত চাওয়াতে পরিবারের সদস্যদের খুনের পরিকল্পনা করে বলে দাবি পুলিশের। ঘটনার ৪ বছরের মধ্যে এই দিন সাজা ঘোষণা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

জিএম মোমিন

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda Murder Case: বাবা-মা-বোন-ঠাকুমাকে খুন করে মেঝেতে পুঁতে দেয় বাড়ির ছোট ছেলে! মালদহে হাড়হিম করা খুন কাণ্ডে দোষীর ফাঁসির সাজা ঘোষণা আদালতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল