রোজগারের তাগিদে ভিন রাজ্যে কাজ করতেন রাম হাঁসদা। তাঁর দিদি শিলিগুড়ি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। এই খবর পাওয়ার পরেই বাড়ি ফেরার জন্য ট্রেনে উঠেছিলেন। শুক্রবার সন্ধ্যায় ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় আহত হন তিনি।
আরও পড়ুন: কারও খোঁজ নেই, কারও দেহ পচাগলা-বিকৃত! DNA পরীক্ষায় ওড়িশা রওনা নিকটাত্মীয়দের
advertisement
এর পরেই তাঁকে শালবনি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। সোমবার সকালে তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ করেন রাম। অনেকটাই ভাল আছেন রাম এমন ভাবেই সান্ত্বনা দিয়েছেন তাঁর বৃদ্ধ মাকে।
আরও পড়ুন: ‘এক অপরিচিত দাদার পকেট থেকে ফোন বের করে জানাল, ও মরে গেছে! তাহলে?’
বিশ্বাস পাড়া এলাকায় রাম হাসদাঁর বাড়ি গিয়ে দেখা গেল, তাঁর মা ঘরের দুয়ারে বসে রয়েছেন ছেলে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন এই আশায়। শামুকতলা থানার ওসি অভিষেক ভট্টাচার্য জানিয়েছেন, ওই পরিবারের আহত ব্যক্তির রাম হাসদাঁর সঙ্গে টেলিফোনে যোগাযোগ হয়েছে।
Annanya Dey