Odisha Train Accident | DNA Test: কারও খোঁজ নেই, কারও দেহ পচাগলা-বিকৃত! DNA পরীক্ষায় ওড়িশা রওনা নিকটাত্মীয়দের

Last Updated:

Odisha Train Accident | DNA Test: বালাসোর ট্রেন দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ এই জেলার ছ'জন।

+
DNA

DNA পরীক্ষায় ওড়িশা রওনা নিকটাত্মীয়দের

বীরভূম: বালাসোর ট্রেন দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ এই জেলার ছ’জন। তাই তাঁদেরকে শনাক্তকরণে ডিএনএ পরীক্ষার উদ্যোগ। নিখোঁজদের নিকটাত্মীয়দের ওড়িশা পাঠানোর বন্দোবস্ত করছে জেলা প্রশাসন ও পুলিশ। সোমবার সকালে নগরীর ঝোড়ো গ্রামের লাবলু মালের নিকটাত্মীয়রা ওড়িশার উদ্দেশে রওনা দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে এই জেলায় এখনও পর্যন্ত ২৫ জন বাড়ি ফিরেছেন। মৃত্যু হয়েছে দু’জনের এবং এখনও পর্যন্ত ৬ জন নিখোঁজ রয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বীরভূমের সাঁইথিয়া থানার নওয়ালডাঙ্গার তুফান কোরা ও মৃত্যুঞ্জয় কোরা, সিউড়ির নগরীর লাবলু মাল, পাইকর থানার করমপুর গ্রামে সানাউল শেখ, রফিকুল শেখ ও শান্ত শেখ এখনও নিঁখোজ৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘এক অপরিচিত দাদার পকেট থেকে ফোন বের করে জানাল, ও মরে গেছে! তাহলে?’
এখনও পর্যন্ত যাঁরা নিখোঁজ রয়েছেন তাঁদের নিকটাত্মীয়দের ওড়িশা পাঠানো হচ্ছে৷ যাতে তাঁরা গিয়ে মৃতদেহ শনাক্ত করতে পারেন। তাতেও সমস্যার সমাধান না হলে করা হবে ডিএনএ পরীক্ষা। নিখোঁজের পরিবারের সদস্যদের থেকে নেওয়া হবে সেই পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে।
advertisement
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা হতে পারে, ৪ মাস আগেই সাবধান করেন রেলকর্তা! করমণ্ডল-কাণ্ডে চাঞ্চল্যকর রিপোর্ট
এই নিয়ে সিউড়ির নগরীর ঝোড়ো এলাকার নিখোঁজ লাবলু মালের দাদা সঞ্জীব হাজরা বলেন, “যাতে দাদাকে খুঁজে পাই সেই জন্য যাচ্ছি। ডিএনএ টেস্টও হতে পারে। তাই আমরা যাচ্ছি।” অন্যদিকে, জেলাশাসক বিধান রায় বলেন, “জেলায় এখনও ৬ জন নিঁখোজ। তাঁদের পরিবারকে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হল। আমরা সব রকম ভাবে সজাগ৷ এত বড় একটি দুর্ঘটনা, সবাই পাশে থাকুক এটাই কাম্য।”
advertisement
শুভদীপ পাল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Odisha Train Accident | DNA Test: কারও খোঁজ নেই, কারও দেহ পচাগলা-বিকৃত! DNA পরীক্ষায় ওড়িশা রওনা নিকটাত্মীয়দের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement