উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, “দীর্ঘ সময় ধরে উত্তরের জেলা থেকে কোনোও সরাসরি বাস ছিল না দীঘা পর্যন্ত। এবারে মুখ্যমন্ত্রী নিগমকে সরকারি ভাবে মত ছয়টি বাস দিয়েছেন। এই বাসগুলিকে উত্তরের ছয় জেলা থেকে চালানো হবে কলকাতা ও দীঘা পর্যন্ত। মূলত পর্যটন বিকাশের লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে দীঘায় আরোও পর্যটক আনাগোনা করতে পারেন সহজেই। বাতানুকূল ও অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বাস গুলি একেবারেই নতুন মডেলের। এতে জিপিএস, সিসিটিভি, স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন যন্ত্র রয়েছে।”
advertisement
তিনি আরোও জানান, “কোচবিহার থেকে প্রতি সপ্তাহের সোমবার এবং শুক্রবার করে চলবে এই বাস। দুপুর ২তাই মেইন টার্মিনাস থেকে বাস ছাড়া হবে দীঘার উদ্দ্যেশে। বাস দুটি ফলাকাটা, শিলিগুড়ি, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা হয়ে দীঘা পৌঁছাবে। দীঘার ভাড়া রাখা হয়েছে ২১৬০ টাকা এবং কলকাতার ভাড়া রাখা হয়েছে ১৭২০ টাকা। তবে প্রথম একমাস ১৫ জুন পর্যন্ত বিশেষ ২৫% ছাড় দেওয়া হচ্ছে ভাড়ায়। ফলে বর্তমানে ভাড়া লাগছে ১৬২০ টাকা। এছাড়া বসে ব্ল্যাংকেট ও জলের বোতল দেওয়া হবে যাত্রীদের জন্য। এছাড়া বাসে মোবাইল চার্জার ও সিসিটিভি রয়েছে।”
আরও পড়ুন: দিঘি থেকে উঠে এসে আটকে গেল গাছের গুঁড়িতে ওটা কী! দেখতে ভিড় জমাল গোটা পাড়া
বর্তমানে যেভাবে ধীরে ধীরে জেলার পর্যটন বিকাশ লাভ করছে। ততই অত্যাধুনিক মানের বাসের চাহিদা বাড়ছে জেলা গুলিতে। এবারে সেই আশা পূরণ হওয়ার উত্তরের জেলার মানুষেরা অনেকটাই খুশি হয়েছেন। দীঘার জগন্নাথ ধাম ও কলকাতা যাওয়ার এই সহজ ব্যবস্থা হওয়ার কারণে অনেকটাই সুবিধা হবে অনেক মানুষের। এতে আগামীতে যাতায়াত ব্যবস্থা আরোও অনেকটাই উন্নত হবে। এটুকু নিঃসন্দেহে বলা সম্ভব।
Sarthak Pandit