Turtle Rescue: দিঘি থেকে উঠে এসে আটকে গেল গাছের গুঁড়িতে ওটা কী! দেখতে ভিড় জমাল গোটা পাড়া

Last Updated:
Turtle Rescue: একটি ব্ল্যাক সফট শেল কচ্ছপ কোচবিহারের কাইয়া দিঘি থেকে উঠে আসে কবিরাজ বাগানে। সেখানে একটি গাছের গুঁড়ির কোটরে আটকে পড়ে কচ্ছপটি।
1/6
জেলা কোচবিহারের একাধিক দিঘি ও নদীতে প্রায়শই কচ্ছপের সন্ধান পাওয়া যায়। এই কচ্ছপের প্রজাতি গুলি হল ব্ল্যাক সফট শেল কচ্ছপ এবং পিকক সফট শেল কচ্ছপ।
জেলা কোচবিহারের একাধিক দিঘি ও নদীতে প্রায়শই কচ্ছপের সন্ধান পাওয়া যায়। এই কচ্ছপের প্রজাতি গুলি হল ব্ল্যাক সফট শেল কচ্ছপ এবং পিকক সফট শেল কচ্ছপ।
advertisement
2/6
তবে এই কচ্ছপ গুলির বর্তমান সময়ে অনেকটাই বিপন্ন। তাই এই কচ্ছপ গুলিকে সংরক্ষণ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিবেশ প্রেমীরা ও বন দফতর।
তবে এই কচ্ছপ গুলির বর্তমান সময়ে অনেকটাই বিপন্ন। তাই এই কচ্ছপ গুলিকে সংরক্ষণ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিবেশ প্রেমীরা ও বন দফতর।
advertisement
3/6
এদিন একটি ব্ল্যাক সফট শেল কচ্ছপ কোচবিহারের কাইয়া দিঘি থেকে উঠে আসে কবিরাজ বাগানে। সেখানে একটি গাছের গুঁড়ির কোটরে আটকে পড়ে কচ্ছপটি।
এদিন একটি ব্ল্যাক সফট শেল কচ্ছপ কোচবিহারের কাইয়া দিঘি থেকে উঠে আসে কবিরাজ বাগানে। সেখানে একটি গাছের গুঁড়ির কোটরে আটকে পড়ে কচ্ছপটি।
advertisement
4/6
পরবর্তী সময়ে সেটিকে দেখতে পান এলাকার কিছু স্থানীয় মানুষ। খবর পাঠানো হয় বন্যপ্রাণ উদ্ধারকারীদের কাছে। অভিজ্ঞ বন্যপ্রাণী উদ্ধারকারী অর্ধেন্দু বণিক যান উদ্ধার করতে।
পরবর্তী সময়ে সেটিকে দেখতে পান এলাকার কিছু স্থানীয় মানুষ। খবর পাঠানো হয় বন্যপ্রাণ উদ্ধারকারীদের কাছে। অভিজ্ঞ বন্যপ্রাণী উদ্ধারকারী অর্ধেন্দু বণিক যান উদ্ধার করতে।
advertisement
5/6
অর্ধেন্দু বণিক জানান, এটি একটি ব্ল্যাক সফট শেল কচ্ছপ। এর ওজন আনুমানিক প্রায় ১৭ কেজির মতন। কচ্ছপটি উদ্ধার করে কইয়া দিঘিতে ছেড়ে দেওয়া হয়েছে।
অর্ধেন্দু বণিক জানান, এটি একটি ব্ল্যাক সফট শেল কচ্ছপ। এর ওজন আনুমানিক প্রায় ১৭ কেজির মতন। কচ্ছপটি উদ্ধার করে কইয়া দিঘিতে ছেড়ে দেওয়া হয়েছে।
advertisement
6/6
বিশ্ব কচ্ছপ দিবসে এলাকায় এই কচ্ছপ উদ্ধারের ঘটনায় ভিড় জমান বহু উৎসুক মানুষেরা। তবে কচ্ছপটি সম্পূর্ণ সুস্থ রয়েছে তাই কচ্ছপটি পুনরায় দিঘিতে ছেড়ে দেওয়া হয়।
বিশ্ব কচ্ছপ দিবসে এলাকায় এই কচ্ছপ উদ্ধারের ঘটনায় ভিড় জমান বহু উৎসুক মানুষেরা। তবে কচ্ছপটি সম্পূর্ণ সুস্থ রয়েছে তাই কচ্ছপটি পুনরায় দিঘিতে ছেড়ে দেওয়া হয়।
advertisement
advertisement
advertisement