Jamai Sasthi Hisha Market: জামাইষষ্ঠীর আগে বাজারে ইলিশ আর ইলিশ...! কোন মাছ পদ্মার, কোনটি ডায়মন্ড হারবারের বা ওড়িশার? কত ওজনের কী দাম? মিলছে কোন বাজারে জানুন
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Jamaisathi Hisha Market: জামাইষষ্ঠীর আগেই বাজারে রীতিমতো মহার্ঘ্য ইলিশ মাছ। বাংলাদেশ থেকে স্থল বন্দরে বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। ফলে পদ্মার ইলিশের যোগান নেই বাজারে।
advertisement
*জামাইষষ্ঠী মানেই পেট পুরে খাওয়া-দাওয়ার পর্ব, সঙ্গে উপহারের ডালি। সকালের লুচি-তরকারি-মিষ্টি, ফল থেকে শুরু করে দুপুরে ভাত, ডাল, তরকারি, নানা ধরনের মাছ, মাংস, দই কী নেই...! জামাইষষ্ঠী বলে কথা, আর ইলিশের রকমারি পদ থাকবে না তা কী হয়? কিন্তু, জামাইষষ্ঠীর আগেই বাজারে রীতিমতো মহার্ঘ্য ইলিশ মাছ। এছাড়াও এবারে বাংলাদেশের থেকে স্থল বন্দরে বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। ফলে পদ্মার ইলিশের যোগান নেই বাজারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







