বেশ কিছুটা সময় আগে এই জায়গাটিকে সংরক্ষণ করার জন্য সংস্কার করা হয়েছিল। তবে তারপর আর কোনও উদ্যোগ নেওয়া হয়নি সংরক্ষণ কিংবা সংস্কারের। তবে এই ম্যাগাজিন হাউসের কারণেই এর সংলগ্ন রাস্তাটির নাম রাখা হয়েছিল ম্যাগাজিন রোড।
আরও পড়ুন: অবহেলা নয়, কিডনি ফেলিওয়ের আগে শরীরে দেখা যায় এই ৫ লক্ষণ! দেখলেই সতর্ক হন
advertisement
কোচবিহারের এক প্রবীণ বাসিন্দা বিপিন চন্দ্র পাল জানান, “দীর্ঘ সময় ধরে কোচবিহার রাজাদের এই নিদর্শন অবহেলায় রীতিমত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বাড়িটির চারধার ঢেকে গিয়েছিল আগাছায়। এবং বাড়িটি দেখলে মনে হবে ভূতুড়ে বাড়ি। কোচবিহারের এই হেরিটেজ নিদর্শন দ্রুত সংস্কার করা উচিত। সংস্কার করা হলে কিছুটা রক্ষা পেতে পারত এই স্থাপত্যটি। রাজ আমলের স্থাপত্যের নিদর্শণ গুলির মধ্যে এই বাড়িটি অন্যতম। পিডব্লিউডি সরকারি আবাসনের ভেতর দিকে এই বাড়িটি রাজ আমলের ইতিহাসের সাক্ষী।”
কোচবিহারের এক নবীন বাসিন্দা শান্তনু দাস জানান, “দীর্ঘ সময় ধরে এটিকে সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। কোচবিহারের পর্যটনের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ স্থান পেতে পারে এই জায়গাটি। কোচবিহারের ইতিহাসে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে।”
জেলার ইতিহাস অনুসন্ধানী সুবীর সরকার জানান, “দীর্ঘ সময় ধরে এই ম্যাগাজিন হাউস রাজ আমলের ইতিহাসের সাক্ষী। তবে অবহেলার শিকার হয়ে বর্তমানে জরাজীর্ণ হয়ে গিয়েছে নিদর্শনটি। এক সময় কোচবিহার রাজার অস্ত্রাগার রীতিমত জঙ্গলে ঘেরা ভূতুড়ে বাড়ির চেহারা নিয়েছে বর্তমান সময়ে। দ্রুত এই জায়গাটি সংস্কার করে সংরক্ষণ করা উচিত। এবং পর্যটকদের জন্য খুলে দেওয়া উচিত জায়গাটিকে।”
আরও পড়ুন: সঞ্জয়ের ফাঁসি চাই, রাজ্যের আবেদনে বিরোধিতা সিবিআইয়ের! ‘সব’ শুনল হাইকোর্ট, জানাল কী?
দ্রুত এই ইতিহাসের নিদর্শনটি যদি সংরক্ষণ না করা হয়। তবে অদূর ভবিষ্যতে এই জায়গাটি ভগ্ন প্রায় দশা হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় মানুষেরা। জেলার এই প্রাচীন ইতিহাসের নিদর্শন ম্যাগাজিন হাউস বা তোপখানা জেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত সংস্কার করা উচিত। তবে এই জায়গাটিকে সংরক্ষণ এবং পর্যটকদের জন্য দর্শনীয় স্থান হিসেবে তুলে ধরা যাবে।
Sarthak Pandit





