RG Kar: সঞ্জয়ের ফাঁসি চাই, রাজ্যের আবেদনে বিরোধিতা সিবিআইয়ের! 'সব' শুনল হাইকোর্ট, জানাল কী?

Last Updated:

RG Kar: রাজ্যের অ‍্যাপিল মামলা গৃহীত হবে কিনা, সোমবার হাইকোর্টে সেই আবেদনের শুনানি হয়েছে।

সঞ্জয়ের ফাঁসি চাই, রাজ্যের আবেদনে বিরোধিতা সিবিআইয়ের! 'সব' শুনল হাইকোর্ট, জানাল কী?
সঞ্জয়ের ফাঁসি চাই, রাজ্যের আবেদনে বিরোধিতা সিবিআইয়ের! 'সব' শুনল হাইকোর্ট, জানাল কী?
কলকাতা: আরজি কর মামলার শুনানির পরই মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় জানিয়েছিলেন, এই মামলার রায়ে খুশি নন তিনি। আগেই তিনি বলেছিলেন, অপরাধীর ফাঁসির দাবিতে হাইকোর্টে আবেদন করবে রাজ্য। রাজ্যের অ‍্যাপিল মামলা গৃহীত হবে কিনা, সোমবার হাইকোর্টে সেই আবেদনের শুনানি হয়েছে। বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চে হয় শুনানি।
দুপুর ১২ টা নাগাদ সওয়াল শেষ করলেন রাজ্যের আইনজীবী কিশোর দত্ত। তিনি আদালতে আবেদন করেন, ‘‘দেশে এটাই কি আইন হতে পারে, যেখানে শুধু প্রসিকিউটরই আপিল করার অধিকারী? নন-প্রসিকিউটরের আপির করার আধিকার রয়েছে।’’ সমস্ত নথি, কেস ডায়েরি সব সিবিআই জিম্মায়। রাজ্যের কাছে কিছুই নেই, জানালেন এএসজি। এসজি আরও জানান, ‘‘তদন্ত প্রাথমিক ভাবে কিছুটা রাজ্য করলেও, পরে পুরো নথি হাইকোর্টের নির্দেশে তুলে দিতে রাজ্যকে’’।
advertisement
advertisement
‘নিম্ন আদালতে কোনও আবেদন করেনি রাজ্য অন্তর্ভুক্ত হতে চেয়ে’, জানালেন এএসজি। বিচারপতি জানালেন, ‘‘সিবিআই যদি আবেদন না করে তাহলে রাজ্য কি আবেদন করতে পারেনা?’’। ‘‘না, রাজ্যের কোনও এক্তিয়ার নেই আবেদন করার’’, জানালেন এএসজি।
advertisement
‘‘তর্কে খাতিরে ধরে নিন, আদালত রাজ্যের আবেদন গ্রহণ করল৷ সিবিআই কাছে নথি, কেস ডায়েরি চেয়ে পাঠাল? সাংবিধানিক আদালত সেটা কি করতে পারবে?’’, প্রশ্ন রাখেন বিচারপতি দেবাংশু বসাক। ‘‘সাংবিধানিক আদালত সবসময় সিবিআই কেন যেকোনও এজেন্সির কাছ থেকে তথ্য, সিডি চেয়ে পাঠাতে পারে’’।
advertisement
সঞ্জয় রায় খুনি ধর্ষকের আইনজীবী হিসেবে সিনিয়র আইনজীবী কৌশিক গুপ্ত ওকালতনামা পেশ করল। লিগ্যাল সার্ভিস অথরিটি মাধ্যমে কৌশিক গুপ্তকে নিয়োগ করল সঞ্জয়। ‘‘আরজি কর নিহত তরুনীর চিকিৎসকের পরিবার আপিল করবে রায় ও সাজাকে চ্যালেঞ্জ করে। আদালতে’’, জানালেন পরিবারের আইনজীবী সামিম আহমেদ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar: সঞ্জয়ের ফাঁসি চাই, রাজ্যের আবেদনে বিরোধিতা সিবিআইয়ের! 'সব' শুনল হাইকোর্ট, জানাল কী?
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement