Bollywood Actor: ক্রিকেট-অভিনয়, জোড়া সাফল‍্য! ছোট্ট ভুলেই ছারখার ২ কেরিয়ার, ১৯ বছরের সম্পর্কও শেষ...সচিনের সঙ্গে ছবিতে থাকা অভিনেতাকে চিনতে পারছেন?

Last Updated:
Bollywood Actor: তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাঁর সাফল‍্যের ইমারত। দুই ক্ষেত্রে তুমুল সাফল‍্য পেয়েও ডুবে যায় কেরিয়ার। উল্কার গতিতে উথ্বান এবং পতনের কাহিনী হার মানায় সিনেমার গল্পকেও।
1/11
অভিনয় জগতে সফল হওয়া যতটা কঠিন, তার চেয়েও কঠিন সেই সাফল‍্য ধরে রাখা। সিনে দুনিয়ায় সফল হতে পারলেই নাম, যশ খ‍্যাতির শিখরে পৌছে যান যেকোনও ব‍্যক্তি। অভিনয় জগতের পাশাপাশি ক্রিকেটের জনপ্রিয়তাও ভারতে প্রচুর।
অভিনয় জগতে সফল হওয়া যতটা কঠিন, তার চেয়েও কঠিন সেই সাফল‍্য ধরে রাখা। সিনে দুনিয়ায় সফল হতে পারলেই নাম, যশ খ‍্যাতির শিখরে পৌছে যান যেকোনও ব‍্যক্তি। অভিনয় জগতের পাশাপাশি ক্রিকেটের জনপ্রিয়তাও ভারতে প্রচুর।
advertisement
2/11
এই অভিনেতা অভিনয় জগত এবং ক্রিকেট, দুই দুনিয়ার সঙ্গেই যুক্ত ছিলেন। দুই ক্ষেত্রেই তাঁর প্রতিভাও ছিল তাক লাগানো। সফলতাও পেয়েছিলেন।
এই অভিনেতা অভিনয় জগত এবং ক্রিকেট, দুই দুনিয়ার সঙ্গেই যুক্ত ছিলেন। দুই ক্ষেত্রেই তাঁর প্রতিভাও ছিল তাক লাগানো। সফলতাও পেয়েছিলেন।
advertisement
3/11
তবুও তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাঁর সাফল‍্যের ইমারত। দুই ক্ষেত্রে তুমুল সাফল‍্য পেয়েও ডুবে যায় কেরিয়ার। উল্কার গতিতে উথ্বান এবং পতনের কাহিনী হার মানায় সিনেমার গল্পকেও।
তবুও তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাঁর সাফল‍্যের ইমারত। দুই ক্ষেত্রে তুমুল সাফল‍্য পেয়েও ডুবে যায় কেরিয়ার। উল্কার গতিতে উথ্বান এবং পতনের কাহিনী হার মানায় সিনেমার গল্পকেও।
advertisement
4/11
সচিন, সৌরভের মতো দেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে একসঙ্গে খেলেছেন তিনি। দেশের জার্সি গায়ে বিশ্বকাপে ভারতীয় দলে খেলেছেন। ক্রিকেটার হিসেবে 

সচিন, সৌরভের মতো দেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে একসঙ্গে খেলেছেন তিনি। দেশের জার্সি গায়ে বিশ্বকাপে ভারতীয় দলে খেলেছেন। ক্রিকেটার হিসেবে
সচিন, সৌরভের মতো দেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে একসঙ্গে খেলেছেন তিনি। দেশের জার্সি গায়ে বিশ্বকাপে ভারতীয় দলে খেলেছেন। ক্রিকেটার হিসেবে
advertisement
5/11
আবার টিভি এবং সিনেমা, দুই ক্ষেত্রেই অসাধারণ সাফল‍্য পেয়েছিলেন অভিনেতা। একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে দুই ক্ষেত্রেই হারিয়ে যায় তাঁর চমকপ্রদ সাফ‍ল‍্য। শুধু তাই নয়, পারিবারিক জীবনেও অসংখ‍্য কাটাছেঁড়ার সম্মূখীন হয়েছেন তিনি।
আবার টিভি এবং সিনেমা, দুই ক্ষেত্রেই অসাধারণ সাফল‍্য পেয়েছিলেন অভিনেতা। একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে দুই ক্ষেত্রেই হারিয়ে যায় তাঁর চমকপ্রদ সাফ‍ল‍্য। শুধু তাই নয়, পারিবারিক জীবনেও অসংখ‍্য কাটাছেঁড়ার সম্মূখীন হয়েছেন তিনি।
advertisement
6/11
তিনি সলিল আনকোলা। ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন সলিল। তবে মাত্র ২৮ বছর বয়েসেই চোটের কারণে তাঁকে ইতি টানতে হয় ক্রিকেট কেরিয়ারে। এরপরেই তাঁর অভিনয় জগতে প্রবেশ।
তিনি সলিল আনকোলা। ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন সলিল। তবে মাত্র ২৮ বছর বয়েসেই চোটের কারণে তাঁকে ইতি টানতে হয় ক্রিকেট কেরিয়ারে। এরপরেই তাঁর অভিনয় জগতে প্রবেশ।
advertisement
7/11
ক্রিকেটার হিসেবে ততদিনে খ‍্যাতি পেয়েছেন সলিল। তাঁর ফিল্লি কেরিয়ারের শুরুটা ভালই হয়।  ২০০০ সালে সঞ্জয় দত্তের বিখ‍্যাত ছবি ‘কুরুক্ষেত্র’ দিয়ে বলিউডে প্রবেশ করেন সলিল।
ক্রিকেটার হিসেবে ততদিনে খ‍্যাতি পেয়েছেন সলিল। তাঁর ফিল্লি কেরিয়ারের শুরুটা ভালই হয়। ২০০০ সালে সঞ্জয় দত্তের বিখ‍্যাত ছবি ‘কুরুক্ষেত্র’ দিয়ে বলিউডে প্রবেশ করেন সলিল।
advertisement
8/11
এরপর তাঁকে ‘পিতা’ এবং ‘চুরা লিয়া হ্যায় তুমনে’-এর মতো বেশ কয়েকটি ছবিতে খলনায়কের ভূমিকা অভিনয় করেন। ‘শশশ... কোই হ্যায়‘ এবং ‘কোরা কাগজ’-এর মতো টিভি শোতেও উপস্থিত ছিলেন তিনি।
এরপর তাঁকে ‘পিতা’ এবং ‘চুরা লিয়া হ্যায় তুমনে’-এর মতো বেশ কয়েকটি ছবিতে খলনায়কের ভূমিকা অভিনয় করেন। ‘শশশ... কোই হ্যায়‘ এবং ‘কোরা কাগজ’-এর মতো টিভি শোতেও উপস্থিত ছিলেন তিনি।
advertisement
9/11
তবে, ২০০৮ সালের মধ্যে তার কেরিয়ার প্রায় শেষ হওয়ার পথে চলে যায়। প্রবল আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় এবং মদ্যপানের আসক্তি হয়ে যায়। অবশেষে ২০১১ সালে তার ১৯ বছরের পুরনো বিয়ে ভেঙে যায়।
তবে, ২০০৮ সালের মধ্যে তার কেরিয়ার প্রায় শেষ হওয়ার পথে চলে যায়। প্রবল আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় এবং মদ্যপানের আসক্তি হয়ে যায়। অবশেষে ২০১১ সালে তার ১৯ বছরের পুরনো বিয়ে ভেঙে যায়।
advertisement
10/11
পরবর্তীতে সলিল অঙ্কোলা ধীরে ধীরে তার জীবনে উন্নতি করেন এবং ২০১৩ সালে শো সাভিত্রী-এর সাথে টেলিভিশনে ফিরে আসেন। ২০১৫ সালের পর ‘কর্মফল দাতা শনি’-এর মতো শোতে তিনি দেখা গিয়েছে।
পরবর্তীতে সলিল অঙ্কোলা ধীরে ধীরে তার জীবনে উন্নতি করেন এবং ২০১৩ সালে শো সাভিত্রী-এর সাথে টেলিভিশনে ফিরে আসেন। ২০১৫ সালের পর ‘কর্মফল দাতা শনি’-এর মতো শোতে তিনি দেখা গিয়েছে।
advertisement
11/11
সলিল এখন তার দ্বিতীয় স্ত্রী এবং মেয়ের সাথে সুখী জীবন যাপন করছেন। বহু বছর জীবনে বহু উথাল-পাথালের পর এখন তার জীবনে শান্তি ফিরে এসেছে।
সলিল এখন তার দ্বিতীয় স্ত্রী এবং মেয়ের সাথে সুখী জীবন যাপন করছেন। বহু বছর জীবনে বহু উথাল-পাথালের পর এখন তার জীবনে শান্তি ফিরে এসেছে।
advertisement
advertisement
advertisement