এলাকার এক স্থানীয় বাসিন্দা জাহের আলী মিঁয়া জানান, “আসন্ন বর্ষায় আরও বহু আবাদি জমি ও বসতবাড়ি নদী গর্ভে তলিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। যদি দ্রুত নদীর বাঁধ তৈরি না হয় তাহলে অদূর ভবিষ্যতে এই এলাকার আরও বহু মানুষকে ঘর ছাড়া হতে হবে। এমনিতেই এই এলাকার বেশিরভাগ মানুষ কৃষিজীবী। এবার যদি তাঁদের শেষ সম্বল কৃষিজমিটুকুও চলে যায়। তবে পরিবার নিয়ে অনেকটাই বিপাকে পড়তে হবে বহু মানুষকে। তাইতো এখন এই এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দারা মিলে এবার আসন্ন বর্ষার আগে দ্রুত নদীর বাঁধ নির্মাণের দাবী তুলেছেন।
advertisement
আরও পড়ুন: বাঁশ ও পাটশোলা দিয়েই তৈরি বাঁশি, দামেও সস্তা তাও আজও ছোটদের মন জিতে নেয় এই খেলনা
যদিও এই বিষয়ে কোচবিহার সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই নদী বাঁধের টেন্ডার কাজ সম্পন্ন হয়েছে। দ্রুত নদী বাঁধ তৈরির কাজ শুরু করা হবে। যদিও নদী বাঁধ তৈরির এই বিষয় নিয়ে কোনোও সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধি মুখ খুলতে নারাজ।
Sarthak Pandit





