স্থানীয় সূত্রে জানা গিয়েছে, “কিছুটা সময় আগে বাড়িতে ফিরেছিলেন ভিন রাজ্য থেকে। তারপর জেলাতেই কাজ করছিলেন। শুক্রবার বিকেলে কাজের থেকে ফেরার সময় সাহেবগঞ্জ বাজারে হয়ে বাড়ি ফেরেন তিনি। সেখান থেকে এক লটারির দোকানের বেঁচে যাওয়া টিকিট ৬০ টাকা দিয়ে কাটেন বিষ্ণু। তারপর তিনি এদিন জানতে পারেন তিনি টিকিটে এক কোটি টাকা জিতেছেন। এর পরই আনন্দে আত্মহারা হয়ে পড়েন বিষ্ণু-সহ পরিবারের সদস্যরা।”
advertisement
আরও পড়ুন: হাসপাতালের বিল মেটাতে না পারায় আটকে রাখা হয় রোগীকে! মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে হল সমাধান
লটারি জয়ী বিষ্ণু বর্মন জানান, “অভাবের সংসারে স্বচ্ছলতা আনতে মাঝেমধ্যেই লটারির টিকিট কাটেন তিনি। আর সেই মতোই এদিন তিনি লটারির টিকিট কেটেছিলেন। লটারি টিকিট কেটে রাতারাতি কোটি টাকা জিতবেন তিনি আশা করেননি। এই টাকার কিছুটা অংশ তিনি কিছু গরীব দুস্থ মানুষদের সাহায্য করবেন এটা ঠিক করেছেন। তবে লটারিতে এত টাকা জেতার পর নিরাপত্তার অভাব বুঝে সাহেবগঞ্জ থানার পুলিশের দ্বারস্থ হন তিনি।” সপ্তাহে এক-দু’দিন টিকিট কাটতেন তিনি। দিন আনা দিন খাওয়া পরিবারের একমাত্র রোজগেরে তিনিই। তাই তাঁর এই পুরস্কার জয়ের কথা ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে।
Sarthak Pandit