পারিবারিক দারিদ্রতা বারংবার বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল তাঁর এই কাজে। তবে অবশেষে তাঁর এই স্বপ্ন সফল হল। দীর্ঘ সময়ের পরিশ্রমে তিনি তৈরি করতে সক্ষম হলেন এক জিপ গাড়ি। যা বেশ অনেকটাই আকর্ষণ করছে বহু মানুষকে। দীর্ঘ সময় ধরে বাইকের ইঞ্জিন ব্যবহার করে এই বিশেষ জিপ গাড়িটি তৈরি করতে পেরেছেন তিনি।
advertisement
সিভিক ভলেন্টিয়ার চিরঞ্জিত বর্মন জানান, \”তিনি দেখেন বহু মানুষ এই ধরনের গাড়িতে করে রাস্তা দিয়ে যান। বিষয়টি তাঁর দারুণ ভাল লাগে। তিনি তাঁর আর্থিক পরিস্থিতি এতটা ভাল নয় যে তিনি একবারে একটা গাড়ি কিনতে পারবে। তাই তিনি ধীরে ধীরে এই গাড়িটি তৈরি করতে শুরু করেন। প্রায় ধাপে ধাপে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে তাঁর। তবে সমস্ত পুরোনো গাড়ির পার্টস ও বাইকের ইঞ্জিন দিয়েই তৈরি এই বিশেষ জিপ গাড়ি তৈরি করতে সক্ষম হয়েছেন। বর্তমানে তাঁর এই গাড়িটি বহু মানুষের কাছে আকর্ষণ তৈরি করছে।\”
আরও পড়ুন- পেটে গেলেই বিষক্রিয়া! যতই মাছ ভালবাসুন…এড়িয়ে চলবেন কোন ৬ ‘মাছ’? খাওয়া বন্ধ করুন এখনই
তিনি আরও জানান, \”এই গাড়িটি সমস্ত কাজ তিনি নিজে হাতে করেছেন। একটা সময় তিনি অটোমোবাইলের ছাত্র ছিলেন। তাই তিনি এই কাজ ভাল করেই জানেন। তবে খালি গাড়ির বডি ঝালাই করার কাজ তিনি তাঁর এক বন্ধুকে দিয়ে করিয়েছেন। তবে বাইকের ইঞ্জিন দিয়েই যে জিপ হতে পারে। এই গাড়ি বানিয়ে তিনি নিজেও অবাক হয়ে গিয়েছেন। এখনও তিনি গাড়িটি মেইন রোডে নিয়ে যাননি। বাড়ির আশেপাশে কিংবা আত্মীয়ের বাড়ি যেতে ব্যবহার করছেন। তবে রাস্তায় ওঠাতে যে পারমিট প্রয়োজন সেটা তিনি জোগাড় করবেন দ্রুত।\”
বর্তমান সময়ে জেলার এই সিভিক ভলেন্টিয়ার অনেকটাই ভাইরাল হয়ে উঠেছেন তাঁর কর্মকাণ্ডের জন্য। বহু মানুষ তাঁর এই গাড়ি দেখতে ছুটে আসছেন তাঁর বাড়িতে। যদিও তিনি নিজে ও তাঁর পরিবারের মানুষেরা এই গাড়ি তৈরি করায় সাফল্য পাওয়ার কারণে অনেকটাই খুশি। আগামী দিনে তিনি রাস্তায় এই গাড়িটি চালানোর পরিকল্পনা শুরু করছেন বলেও জানিয়েছেন তিনি।
Sarthak Pandit