'মধ্যমা'ই চিনিয়ে দেয় মানুষ! হৃদয়ের 'গোপনতম' কথাটি বলে দেয় হাতের এই আঙুল, কী আছে কার মনে? জানুন!
- Published by:Tias Banerjee
Last Updated:
Personality Test: একজন মানুষকে শুধু তাঁর স্বভাবের মাধ্যমেই নয়, বরং আঙুলের গঠনের মাধ্যমেও চেনা সম্ভব। বিশেষত, মিডল ফিঙ্গার বা হাতের মধ্যমা আঙুলের আকার দেখে তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বোঝা যায়। জেনে নিন কী ভাবে!
আমরা সাধারণত মানুষের কথা বলার ভঙ্গি এবং স্বভাবের উপর ভিত্তি করেই তাকে চিনি। তবে যদি আরও গভীরভাবে জানতে চাই, তাহলে আঙুলের গঠন দেখেও অনেক কিছু বোঝা সম্ভব। হাতের 'মিডল ফিঙ্গার'ই চিনিয়ে দেয় মানুষ! লুকিয়ে রাখা সব কথা বলে দেবে হাতের এই আঙুল, কী ভাবে মানুষ চিনবেন জানুন!
advertisement
আমাদের চারপাশের প্রতিটি মানুষই একে অপরের থেকে আলাদা। কথা বলার ধরন, জীবনযাত্রা, পোশাক-আশাক, আচরণ—সব কিছুতেই পার্থক্য থাকে। সাধারণত আমরা এসবের মাধ্যমেই একজন ব্যক্তিকে বিচার করি বা তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পাই।
advertisement
একজন ব্যক্তির ব্যক্তিত্বের দুটি দিক থাকে—একটি ভাল এবং একটি খারাপ। অনেক সময় পরিস্থিতি ভাল মানুষকেও খারাপ করে তোলে, আবার কখনও খারাপ মানুষও ভাল হয়ে যায়। তাই শুধুমাত্র আচরণের ভিত্তিতে কাউকে বিচার করা সবসময় সঠিক নয়। ব্যক্তিত্ব জানার জন্য আরও অনেক উপায় রয়েছে, যার মধ্যে অন্যতম হল আঙুলের গঠনের মাধ্যমে বিশ্লেষণ।
advertisement
একজন মানুষকে শুধু তাঁর স্বভাবের মাধ্যমেই নয়, বরং আঙুলের গঠনের মাধ্যমেও চেনা সম্ভব। বিশেষত, মধ্যমা আঙুলের আকার দেখে তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বোঝা যায়।
advertisement
১. লম্বা মধ্যমা আঙুল---যাদের মধ্যমা আঙুল তর্জনী ও অনামিকার তুলনায় বড়, তাঁদের জীবন কঠোর পরিশ্রম এবং সংগ্রামের মধ্যে দিয়ে যায়। এই ধরনের ব্যক্তিরা জীবনে সাফল্য পেতে প্রচুর পরিশ্রম করেন। তবে একসময় তাঁদের পরিশ্রমের ফল মেলে, এবং তাঁরা উচ্চস্থানে পৌঁছান।
advertisement
২. মোটা বা ফোলা মধ্যমা আঙুল--- যাদের মধ্যমা আঙুল কিছুটা মোটা বা ফোলা, তাঁরা প্রায়শই আত্মকেন্দ্রিক স্বভাবের হয়ে থাকেন। নিজের স্বার্থকেই বেশি গুরুত্ব দেন এবং অন্যদের কথা চিন্তা করেন না। এই স্বভাবের কারণে অনেক সময় তাঁরা ক্ষতির সম্মুখীন হন।
advertisement
৩. অতিরিক্ত লম্বা মধ্যমা আঙুল যাদের মধ্যমা আঙুল স্বাভাবিকের তুলনায় অনেক লম্বা, তারা সম্মান এবং সাফল্য অর্জন করেন। এরা গম্ভীর স্বভাবের হলেও উদার প্রকৃতির হন। কর্মজীবনে তাঁরা অনেক উন্নতি করেন এবং শিল্পের প্রতি বিশেষ আগ্রহ থাকে।
advertisement