পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি সংলগ্ন টি পার্ক থেকে চা বোঝাই ট্রাক বেরনোর সময় নজর রাখতেন ওই দুই যুবক। অভিযোগ, ট্রাক ধীরগতিতে চলতে শুরু করলেই তাঁরা সুযোগ বুঝে গাড়ি থেকে চা পাতার বস্তা নামিয়ে নিতেন। পরে সেই বস্তাগুলি চোরাই পথে অন্যত্র বিক্রি করা হতো। দীর্ঘদিন ধরে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন স্থানীয় চা ব্যবসায়ীরা।
advertisement
আরও পড়ুনঃ বিদ্যুতের বিলের চিন্তা শেষ, সাশ্রয় হচ্ছে প্রায় ১৫-২০ হাজার টাকা! ‘এই’ সহজ উপায়েই বাজিমাত
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক সপ্তাহ ধরেই চা বোঝাই ট্রাক থেকে রহস্যজনকভাবে বস্তা উধাও হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়, পুলিশ তদন্তে নামে। সূত্র ধরে শুক্রবার রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার হওয়া দুই যুবকের একজন পুলিশের সিভিক ভলেন্টিয়ার।
ঘটনার পরেই পুলিশের অন্দরে একপ্রকার অস্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশি কাজে যুক্ত একজনের বিরুদ্ধে এই ধরণের অভিযোগ প্রকাশ্যে আসায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষও।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। চা চুরি চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছেন সেটা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তদন্তে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।