TRENDING:

Christmas: দেদার বিকোচ্ছে ক্রিসমাস ক্যাকটাস থেকে লেমন পাইন! বড়দিনের আগেই পাহাড়ি বাজার জমজমাট

Last Updated:

Christmas: শীত আসতেই বিভিন্ন রংবেরঙের ফুলে ভরে ওঠে উত্তরবঙ্গের পাহাড় থেকে শুরু করে সমতল। পাশাপাশি বাজার জুড়ে দেখা যায় বিভিন্ন রকমারি গাছ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: উত্তরবঙ্গ মানেই পাহাড় জঙ্গল নদী দিয়ে ঘেরা প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন। নভেম্বর পড়তেই শীতের চাদরে মুড়েছে গোটা পাহাড়। শীত আসতেই বিভিন্ন রংবেরঙের ফুলে ভরে ওঠে উত্তরবঙ্গের পাহাড় থেকে শুরু করে সমতল। পাশাপাশি বাজার জুড়ে দেখা যায় বিভিন্ন রকমারি গাছ। বর্তমানে বাজারে ঘর সাজানোর বিভিন্ন গাছ বিক্রি করে আয়ের দিশা দেখাচ্ছে পাহাড়ের যুবক যুবতীরা।
advertisement

শীতকাল মানেই বড়দিন! শীতকাল মানেই আরেকটা নতুন বছরের আগমন। সেই অর্থে এই সময় বিভিন্ন উৎসবে মেতে থাকে পাহাড় থেকে শুরু করে সমতল। বর্তমানে ঘর সাজানোর জন্য প্রচুর গাছ লাগানো হয়ে থাকে। দিনের পর দিন এর চাহিদা বেড়ে চলে। শীতকাল আসতেই বিভিন্ন গাছ যেমন মেরিগোল্ড, চন্দ্রমল্লিকা, লেমন পাইন, ক্রিসমাস ক্যাকটাস-সহ বিভিন্ন প্রজাতির গাছে ভরে উঠেছে বাজার।

advertisement

আরও পড়ুন: লা নিনা…! উল্টেপাল্টে গেল সব ভবিষ্যদ্বাণী! আবহাওয়ার ‘চরম’ ধাক্কা কবে? নভেম্বর-ডিসেম্বর নিয়ে এল মেগা আপডেট

এই প্রসঙ্গে কার্শিয়াং বাজারের এক দোকানে গাছ কিনতে আসা স্থানীয় এক ব্যক্তি ভাস্কর থাপা বলেন গাছ লাগাতে আমি ভীষণ ভালোবাসি এবং বিভিন্ন গাছের সম্পর্কে জানার ইচ্ছা দিনের পর দিন বেড়ে চলেছে এই গাছের সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। আমার পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সকলকে আমি গাছ লাগানোর অনুরোধ করব।

advertisement

View More

আরও পড়ুন: সুগার লেভেল ‘কত’ হলে পারফেক্ট…? খাবার খাওয়ার আগে ও পরে কত থাকা উচিত শর্করা মাত্রা? এই চার্ট দেখে বুঝে নিন ‘সঠিক’ হিসেব!

গাছ বিক্রেতা রুপেশ মুখিয়া বলেন প্রথমে বাড়িতেই এই গাছের চারা তৈরির কাজ শুরু করেছিলাম বর্তমানে ধীরে ধীরে চাহিদা বাড়তে থাকায় এখন আরও বড় আকারে এই গাছের চারা তৈরি করি এবং বাজারে বিক্রি করি। এই কাজে খাটনি যেমন বেশি রয়েছে তেমনি আয়ও বেশ ভালো। ছোট থেকেই গাছ ভালোবাসি তাই এই পেশাকেই বেছে নিয়েছি।

advertisement

সামনেই আসছে বড়দিন অর্থাৎ ক্রিসমাস সেই দিন বহু মানুষ ক্রিসমাস ট্রি সাজিয়ে থাকে সেই অর্থেই এখন থেকেই পাহাড়ের বাজারে দেদারে বিগোচ্ছে লেমন পাইন এবং ক্রিসমাস ক্যাকটাস। শীতকালীন সময়ে পাহাড় জুড়ে যেন দেখা যায় ফুলের মেলা। বর্তমানে বহু মানুষ সৌখিনতার জন্য বিভিন্ন রকমারি গাছে নিজের বাড়ি কে সাজিয়ে থাকে সেই অর্থেই এই ইনডোর প্ল্যান্টের চাহিদা ধীরে ধীরে বেড়ে চলেছে।

advertisement

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Christmas: দেদার বিকোচ্ছে ক্রিসমাস ক্যাকটাস থেকে লেমন পাইন! বড়দিনের আগেই পাহাড়ি বাজার জমজমাট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল