আরও পড়ুন: আদালতেই আটকে সন্দীপ, উড়ে এল জুতো! ফাঁসি চেয়ে তুমুল বিক্ষোভ, ডাক পড়ল কেন্দ্রীয় বাহিনীর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একই এলাকায় বাড়ি দুই যুবকের। একজনের নাম লক্ষ্মীকান্ত, অন্যজন সুজন। দুজনে ছোট বেলার বন্ধু। তবে আচমকাই লক্ষ্মীকান্ত ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ বসাল সুজনকে। তবে হামলা কারণ এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে কিছুই জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, “সুজনের সঙ্গে লক্ষ্মীকান্তর স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে দীর্ঘ সময় ধরে। এই বিষয় নিয়েই দুই বন্ধুর মধ্যে বচসা বাঁধে। সেই সময় লক্ষ্মীকান্ত সুজনের গলায় ধারালো অস্ত্রের একাধিক কোপ মেরে পালিয়ে যায়।” ঘটনায় গুরতর আহত অবস্থায় সুজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
advertisement
আরও পড়ুন: ৫০০০ টাকা দিয়ে ঘনিষ্ঠতার জন্য কলগার্ল বুকিং যুবকের, তরুণীর পরিণতি দেখে হতবাক পুলিশ
সুজনের পরিবারের সদস্যরা জানান, তাঁদের দুজনের মধ্যে পুরনো কোনও বিবাদ ছিলো না, তবুও কেন এই ঘটনা ঘটল তাঁরাও বুঝতে পারছেন না। তবে ইতিমধ্যেই গোটা ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দিনহাটা থানায়। দিনহাটা থানা সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকে পলাতক লক্ষ্মীকান্ত, অভিযোগে পাওয়ার পর তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।