Woman news: ৫০০০ টাকা দিয়ে ঘনিষ্ঠতার জন্য কলগার্ল বুকিং যুবকের, তরুণীর পরিণতি দেখে হতবাক পুলিশ

Last Updated:

call girl: গুরুগ্রামে ঘনিষ্ঠতার জন্য অনলাইনে উত্তরপ্রদেশ থেকে একজন কলগার্ল বুক করেছিলেন যুবক। দু’জনের মধ্যে চুক্তি হয়েছিল ৫০০০ টাকার বিনিময়ে সেই কলগার্ল ঘনিষ্ঠতার সুযোগ দেবেন।

কলগার্লের ভয়ঙ্কর পরিণতি।
কলগার্লের ভয়ঙ্কর পরিণতি।
গুরুগ্রাম: গুরুগ্রামে ঘনিষ্ঠতার জন্য অনলাইনে উত্তরপ্রদেশ থেকে একজন কলগার্ল বুক করেছিলেন যুবক। দু’জনের মধ্যে চুক্তি হয়েছিল ৫০০০ টাকার বিনিময়ে সেই কলগার্ল ঘনিষ্ঠতার সুযোগ দেবেন।
কিন্তু যুবকের সঙ্গে ঘরের ভিতরে যাওয়ার পরেই তরুণী ৫০০০ টাকার সঙ্গে অতিরিক্ত আরও ২৫০০ টাকা দাবি করেন। তারপরে যা ঘটেছে তার পরিণতি দেখে পুলিশও চমকে উঠেছে।
advertisement
ঘটনা ঘটেছে হরিয়ানার ঝাড়সা গ্রামে। প্রাথমিক তদন্তে অনুমান তরুণীকে প্রথমে ধর্ষণ করা হয়, পরে ধারালো কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। আরজি কর কাণ্ডের আবহে এখনও প্রতিবাদে উত্তাল সারা দেশ। এর মধ্যেই একের পর এক নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে।
advertisement
অভিযুক্ত যুবকের নাম অনিল পেহাল। তিনিই কলগার্লকে বুক করেছিলেন। পুলিশের জেরায় তিনি জানান, কলগার্ল অনিলের থেকে আরও বেশি টাকা দাবি করেছিলেন, তারপরেই দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং যুবক তাকে খুন করেন। অভিযুক্ত যুবক ৬ সেপ্টেম্বর থেকে দুদিনের জন্য ওই গেস্ট হাউজ বুক করেছিলেন। গুরুগ্রাম পুলিশের মুখপাত্র সন্দীপ কুমার জানান, অভিযুক্ত যুবক অনিল পেহালের বিরুদ্ধে খুন এবং ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Woman news: ৫০০০ টাকা দিয়ে ঘনিষ্ঠতার জন্য কলগার্ল বুকিং যুবকের, তরুণীর পরিণতি দেখে হতবাক পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement