Sandeep Ghosh RG Kar Case: আদালতেই আটকে সন্দীপ, উড়ে এল জুতো! ফাঁসি চেয়ে তুমুল বিক্ষোভ, ডাক পড়ল কেন্দ্রীয় বাহিনীর
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Arpita Hazra
Last Updated:
RG Kar Case: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ৪ জনকে নিয়ে যাওয়ার সময় জুতো দেখায় উত্তেজিত জনতা। জুতোও ছোড়া হয় সন্দীপকে লক্ষ্য করে।
কলকাতা: সন্দীপকে আদালত থেকে বার করার সময় মঙ্গলবারও বিক্ষোভ দেখাল প্রতিবাদী জনতা। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ৪ জনকে নিয়ে যাওয়ার সময় জুতো দেখায় উত্তেজিত জনতা। চটিও ছোড়া হয় সন্দীপকে লক্ষ্য করে। শুধু তাই নয়, জেলের গাড়িতে বারবার জুতো মারে উত্তেজিত জনতা।
সেই সঙ্গে আদালতের এজলাসে এক মহিলা আইনজীবী স্লোগান দেন ‘তিলোতমার রক্ত, হবে নাকো ব্যর্থ’। প্রসঙ্গত, আগের দিনও সন্দীপকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। সন্দীপকে বাগে পেয়ে একজন মাথায় চাঁটিও মারেন। সন্দীপকে নিরাপত্তা দিতে এগিয়ে আসে কেন্দ্রীয় বাহিনী। সিআরপিএফের তৎপরতায় আদালত থেকে বার করা হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। বিক্ষোভকারীদের কয়েকজন সন্দীপের ফাঁসিরও দাবি করেন।
advertisement
advertisement
সন্দীপ ঘোষকে গ্রেফতারির পর আট দিন নিজেদের হেফাজতে রেখেছিল সিবিআই৷ এর পর সন্দীপের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ নিয়ম অনুযায়ী, সিবিআই এখনও ৬ দিন সন্দীপ ঘোষ সহ চারজনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারত৷ এ দিন আদালতে শুনানি চলাকালীন সিবিআই-এর তদন্তকারী অফিসার এবং আইনজীবী বিচারককে জানান, ভবিষ্যতে তাঁরা সন্দীপ ঘোষদের হেফাজতে নেবেন৷
advertisement
সন্দীপ ঘোষকে গ্রেফতারির পর আট দিন নিজেদের হেফাজতে রেখেছিল সিবিআই৷ এর পর সন্দীপের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ নিয়ম অনুযায়ী, সিবিআই এখনও ৬ দিন সন্দীপ ঘোষ সহ চারজনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারত৷ এ দিন আদালতে শুনানি চলাকালীন সিবিআই-এর তদন্তকারী অফিসার এবং আইনজীবী বিচারককে জানান, ভবিষ্যতে তাঁরা সন্দীপ ঘোষদের হেফাজতে নেবেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 10, 2024 4:57 PM IST