TRENDING:

Siliguri News: চলন্ত ট্রেনে প্রসব বেদনা! কামরাতেই জন্মাল ফুটফুটে শিশু, রেলের উদ্যোগকে কুর্নিশ যাত্রীদের

Last Updated:

Siliguri News : ট্রেন এনজেপি স্টেশনে পৌঁছতেই প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন এক প্রসূতি ৷ তা দেখেই এগিয়ে এলেন দুই মহিলা আরপিএফ ৷ ট্রেনের কামরাতেই পৃথিবীর আলো দেখল সদ্যোজাত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : ট্রেনের মধ্যে আচমকাই প্রসব বেদনা। কাতরাতে শুরু করেছিলেন গর্ভবতী মহিলা। পরিস্থিতি বেগতিক দেখে থামানো হল ট্রেন। ট্রেনের কামরাতেই সন্তানের জন্ম দিলেন ওই মহিলা। আর তাতেই মানবিক মুহূর্তের সাক্ষী থাকলেন ট্রেনের যাত্রীরা। মা এবং সন্তান সুস্থ আছেন। রেল পুলিশ সূত্রে বিষয়টি সামনে এসেছে।
সদ্যোজাতকে নিয়ে লেডি কনস্টেবলরা
সদ্যোজাতকে নিয়ে লেডি কনস্টেবলরা
advertisement

জানা গিয়েছে, ট্রেনে সন্তানের জন্ম দিয়েছেন বিহারের মুজফফরপুরের বাসিন্দা পূজা দেবী। অন্তঃসত্ত্বা অবস্থায় বাড়ি যাওয়ার জন্য বৃহস্পতিবার রাতে তিনি অসমের কামাখ্যা জংশন থেকে কবিগুরু এক্সপ্রেসে সওয়ার হয়েছিলেন। মুজফফরপুরে যাওয়ার পথে তিনি বুঝতে পারেন, শরীরে সমস্যা হচ্ছে। প্রসব বেদনা ওঠে তাঁর।

কবিগুরু এক্সপ্রেস শুক্রবার রাতে এনজেপিতে পৌঁছানোর মুহূর্তে তিনি প্রসবযন্ত্রণায় চিৎকার করে ওঠেন। তার চিৎকারের আওয়াজে ১ নম্বর প্ল্যাটফর্মে কর্তব্যরত আরপিএফের লেডি হেড কনস্টেবল সুনীতা মিঞ্জ এবং কনস্টেবল সুজাতা বর্মন ছুটে যান সেখানে। সেখানে কবিগুরু এক্সপ্রেস এর ২ নম্বর কোচের ৫৭ নম্বর বার্থের সামনে গিয়ে তাঁরা দেখেন প্রসব যন্ত্রনায় ছটফট করছেন ওই মহিলা।

advertisement

দেরি না করে মুহূর্তে ফাঁকা করে দেওয়া হয় কামরাটি। জরুরি ভিত্তিতে খবর দেওয়া হয় এনজেপি রেলওয়ে হাসপাতালে। সেখান থেকে আসার ক্ষেত্রে দেরি করেননি ডাক্তার এবং নার্সরা। কোচের দরজা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে কান্নার আওয়াজ। পূজার সহযাত্রীদের মুখে তখন অনাবিল হাসি। সদ্যোজাত কন্যাকে একপলক দেখার জন্য হুড়োহুড়ি লেগে যায়। যা সামাল দিতেও বেগ পেতে হয় আরপিএফকে।

advertisement

View More

আরও পড়ুনঃ IND vs SA T20WC Final: দেশলাই দিয়ে বানানো ৮ মিলিমিটারের ওয়ার্ল্ড কাপ, ভারতীয় দলকে উপহার দিতে চান বাঁকুড়ার যুবক

তারপর সদ্যোজাত এবং তার মা-কে নিয়ে যাওয়া হয় এনজেপি রেলওয়ে হাসপাতালে। সেখানে কিছুক্ষণ রেখে প্রাথমিক কাজ শেষ করার পর পাঠিয়ে দেওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। আরপিএফের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার রজত কুন্দাকর বলছেন, ‘সমস্ত কিছু করা হয়েছে চরম ব্যস্ততার মধ্যে। মা এবং সদ্যোজাতকে এনজেপি রেলওয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হয়েছে। তবে আমাদের তরফে তো একটা নাম দেওয়া হবেই। আর এক্ষেত্রে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বা নাম খোঁজা হবে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: চলন্ত ট্রেনে প্রসব বেদনা! কামরাতেই জন্মাল ফুটফুটে শিশু, রেলের উদ্যোগকে কুর্নিশ যাত্রীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল