IND vs SA T20WC Final: দেশলাই দিয়ে বানানো ৮ মিলিমিটারের ওয়ার্ল্ড কাপ, ভারতীয় দলকে উপহার দিতে চান বাঁকুড়ার যুবক

Last Updated:
IND vs SA T20 World Cup 2024 Final:দেশলাই দিয়ে বানানো ওয়াল্ড কাপ নজর কাড়ছে বাঁকুড়ায়, বানিয়েছেন এক যুবক। দৈর্ঘ্য ৮ মিলিমিটার। ভারতীয় দলকে উপহার দিতে চান বাঁকুড়ার যুবক।
1/6
পেন্সিলের ডগায় ওয়ার্ল্ড কাপ? অদ্ভুত এই ওয়ার্ল্ড কাপ বানালো বাঁকুড়ার এক যুবক শিল্পী।
পেন্সিলের ডগায় ওয়ার্ল্ড কাপ? অদ্ভুত এই ওয়ার্ল্ড কাপ বানালো বাঁকুড়ার এক যুবক শিল্পী।
advertisement
2/6
মাত্র ৮ মিলিমিটার দৈর্ঘ্য!? ফাইনালের আগে রোহিত বাহিনীকে উৎসাহ জোগাতেই এমন কাজ।
মাত্র ৮ মিলিমিটার দৈর্ঘ্য!? ফাইনালের আগে রোহিত বাহিনীকে উৎসাহ জোগাতেই এমন কাজ।
advertisement
3/6
এত ছোট ওয়ার্ল্ড কাপ চোখেই দেখা যাবে না। তাও তৈরি হয়েছে দেশলাইয়ের মাথায়। ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে বাঁকুড়ার চমক।
এত ছোট ওয়ার্ল্ড কাপ চোখেই দেখা যাবে না। তাও তৈরি হয়েছে দেশলাইয়ের মাথায়। ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে বাঁকুড়ার চমক।
advertisement
4/6
বানিয়েছেন বাঁকুড়ার যুবক, ওন্দার বাসিন্দা অংকুর সামন্ত। সময় লেগেছে এক ঘন্টা। দেশলাই কাঠিতে ব্লেড দিয়ে কেটে বানিয়েছেন তিনি।
বানিয়েছেন বাঁকুড়ার যুবক, ওন্দার বাসিন্দা অংকুর সামন্ত। সময় লেগেছে এক ঘন্টা। দেশলাই কাঠিতে ব্লেড দিয়ে কেটে বানিয়েছেন তিনি।
advertisement
5/6
অংকুর বলেন,
অংকুর বলেন,
advertisement
6/6
আর মাত্র কিছুক্ষণ! তারপরই শুরু হবে ফাইনাল। তবে তার আগে ক্রিকেট ভালোবাসা ফুটে উঠল শিল্পীর হাতে।
আর মাত্র কিছুক্ষণ! তারপরই শুরু হবে ফাইনাল। তবে তার আগে ক্রিকেট ভালোবাসা ফুটে উঠল শিল্পীর হাতে।
advertisement
advertisement
advertisement