ছট পুজো উপলক্ষে বিক্রি বাড়ছে আধুনিক ছাঁচের। ৫০ টাকা থেকে ১০০ টাকা দামের ছাঁচ দিয়ে নিমিষে তৈরি হয়ে যাবে নানা ডিজাইনের ঠেকুয়া। ছট পুজোর আগে বিক্রি বাড়ছে আধুনিক ডিজাইনের ঠেকুয়া বানানোর ছাঁচের। আটা মেখে কাঠের এই ছাঁচের উপর রাখলে অনায়াসেই তৈরি হয়ে যাবে নানা রকম রকম ডিজাইনের ঠেকুয়া। প্রায় ৫ থেকে ১০ রকমের নক্সা করা যাবে।
advertisement
আরও পড়ুন: আসবে না একফোঁটা বিদ্যুৎ বিল! মশাও পালাবে বাপ বাপ বলে, ব্যবহার করুন নতুন যন্ত্র
যে ঠেকুয়া একদিকে যেমন দেখতে হবে খুব সুন্দর, তেমনই হবে মুচমুচেও।শুধু দরকার ঠেকুয়া বানানোর কাঠের ডিজাইনার ছাঁচ। যা দিয়ে নিমিষেই তৈরি হয়ে যাবে আধুনিকমানের বিভিন্ন রকমের ঠেকুয়া। কমবে খাটুনিও।তাই ছট পুজোর একদিন আগে বিভিন্ন ডিজাইনের ছাঁচ কিনতে ভিড় দোকানে দোকানে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনের সামনে বিহার থেকে বিভিন্ন ডিজাইনের ছাঁচ নিয়ে এসে বিক্রি করছেন কালিয়াগঞ্জের এক যুবক।
শিবনাথ কুন্ডু নামে ওই যুবক জানান, ছট পুজোর ঠেকুয়া বানানোর অন্যতম সামগ্রী কাঠের তৈরি ছাঁচ। তাই বিহার থেকে বিভিন্ন ডিজাইনের ছাঁচ তিনি নিয়ে এসেছেন যেগুলির দাম মাত্র ৩০ টাকা, আবার কোনটার দাম ৫০ টাকা কিংবা ১০০ টাকা। বিভিন্ন ডিজাইনের এই ছাঁচ দিয়ে নিমিষেই তৈরি হয়ে যাবে বিভিন্ন ডিজাইনের ঠেকুয়া। আর একটা দিন তারপরই ছট পুজো, তাই সময় থাকতেই ছট ব্রতীরা এই দোকানে এসে কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন ডিজাইনার কাঠের ছাঁচ। নিত্য নতুন বিভিন্ন ফুলের ডিজাইন করা এই কাঠের ছাঁচে আটা মেখে, ছাঁচেফেলে দিলে নিমিষেই তৈরি হয়ে যাবে বিভিন্ন ডিজাইনের ঠেকুয়া।
পিয়া গুপ্তা