North Dinajpur News: আসবে না একফোঁটা বিদ্যুৎ বিল! মশাও পালাবে বাপ বাপ বলে, ব্যবহার করুন নতুন যন্ত্র
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
নামমাত্র দামে এই কয়েলদানি এখন বাজার মাতাচ্ছে। দামও সামান্য।
উত্তর দিনাজপুর: ঠান্ডা পড়তেই শুরু হয়ে গেছে মশার উৎপাত। সন্ধ্যা নামতেই ঘরে ঢুকে পড়ছে মশা। এই পরিস্থিতিতে বাজারে দেদার বিক্রি বাড়ছে মাটির এই কয়েলদানির। বাজারে এই কয়েলদানির চাহিদা বাড়াতে রাত দিন এক করে কয়েলদানি বানাতে ব্যস্ত মৃৎ শিল্পীরা। নামমাত্র দামে এই কয়েলদানি এখন বাজার মাতাচ্ছে।
শীতে মশার উৎপাত থেকে বাঁচতে কয়েল বা মশা মারার ওষুধ জ্বালাতে হয় প্রতি ঘরে ঘরে। বিদ্যুতিন যন্ত্রের সাহায্যে জ্বলে এই মশার ওষুধ। তবে এবার আর মশা মারতে খরচ হবে না বিদ্যুৎ। মশা মারার জন্য তৈরি করা হয়েছে মাটির কয়েলদানি। এই মাটির কয়েলদানির মাধ্যমে একদিকে যেমন বিদ্যুতের সাশ্রয় হবে, তেমনি অন্যদিকে অনায়াসে যেখানে সেখানে এই কয়েলদানিরাখা যাবে।
advertisement
advertisement
এই কয়েলদানি থেকে ঘরে আগুন লেগে যাওয়ার সম্ভবনাও নেই। মৃৎ শিল্পী খোকাবাবু রায় জানান, মাত্র ২০ টাকা দিয়ে এই কয়েলদানি তারা বিক্রি করেন। শীতকালে মশা মাছির উৎপাত থেকে বাঁচতে প্রত্যেকে অসতর্কভাবে কয়েল জ্বালিয়ে থাকি। এতে বিপদের সম্ভাবনা থাকে যায় কয়েলের মাধ্যমে বিভিন্ন জিনিসপত্রে আগুন লাগতে পারে। বর্তমানে মাটির তৈরি কয়েলদানির চাহিদা তুঙ্গে।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 04, 2024 3:34 PM IST