মালদহের পুরাতন মালদহ পৌরসভার মোকাতিপুর এলাকায় ধুমধাম সহিত পুজোর সঙ্গে চলে জুয়াড়ি মেলা। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে জুয়াড়ি মেলায় অংশ নেন হাজার হাজার মানুষজন। তবে বিশেষভাবে অংশ নেন মহিলারাই। কোথাও লুডু ও পাশা, কোথাও তাস আবার কোথাও চাকা ঘোরানো ইত্যাদি একাধিক রকম খেলায় মেতেছেন মেলায় আসা দর্শনার্থীরা।
advertisement
মেলার উদ্যোক্তা সুমিত হালদার জানান, ‘মুলা ষষ্ঠী উপলক্ষে ঐতিহ্যগত পরম্পরা মেনে প্রতি বছরই অনুষ্ঠিত হয় এই মেলা। তবে মেলা শুরুর প্রাক্কালে প্রতি বছরের মত এবারও বেহুলা নদীর তীরে মূলাষষ্ঠীর পুজোপাঠ অনুষ্ঠিত হয়। সংসারের মঙ্গল কামনায় পুজোয় ব্রতী হন ভক্তিমতী মহিলারা। তাঁরা বিশেষ ধরনের লেউড়ি ভোগ দিয়ে মা ষষ্ঠীর পুজো দেন। পুজোপাঠ শেষ হতেই শুরু হয় জুয়াড়ির মেলা। যে মেলায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে জুয়া খেলায় মেতে ওঠেন মহিলারাও।’
মালদহের একদিনের আজব এই মেলায় শখ করে ঘুরতে আসেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন। শতাব্দী প্রাচীন এই পুজো ও মেলাকে ঘিরে উন্মাদনা থাকে এলাকাবাসীদের। একদিকে যেখানে নিষিদ্ধ জুয়া, ধরপাকড় অভিযানে তৎপরতা দেখা দেয় পুলিশের। সেই জায়গায় দাঁড়িয়ে মালদহের প্রাচীন ঐতিহ্যগত এই জুয়াড়ি মেলায় পুলিশি নিরাপত্তা সত্যি খুব দূরদর্শী।





