Bhai Phonta 2024 Astrology: শাড়ি-ঘড়ি-সোনা-রুপো নাকি ঘর সাজানোর জিনিস! ভাইফোঁটায় দিদি বা বোনকে কী উপহার দেবেন? জ্যোতিষী জানালেন রাশি মিলিয়ে

Last Updated:
Bhai Phonta 2024 Astrology: ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা এদিন ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা এঁকে দেন বোন। আর ভাইয়েরা বোনের হাতে ভালবাসার উপহার তুলে দেন। তবে এদিন আদরের বোনের হাতে কী উপহার তুলে দেবেন? বিশিষ্ট জ্যোতিষী পূবালী গুহ শাস্ত্রী জানান, রাশি অনুযায়ী আপনার বোনকে দিন তুলে দিন বিশেষ উপহার ।
1/11
*ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা এদিন ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা এঁকে দেন বোন। আর ভাইয়েরা বোনের হাতে ভালবাসার উপহার তুলে দেন। তবে এদিন আদরের বোনের হাতে কী উপহার তুলে দেবেন? বিশিষ্ট জ্যোতিষী পূবালী গুহ শাস্ত্রী জানান, রাশি অনুযায়ী আপনার বোনকে দিন তুলে দিন বিশেষ উপহার । প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। সংগৃহীত ছবি। 
*ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা এদিন ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা এঁকে দেন বোন। আর ভাইয়েরা বোনের হাতে ভালবাসার উপহার তুলে দেন। তবে এদিন আদরের বোনের হাতে কী উপহার তুলে দেবেন? বিশিষ্ট জ্যোতিষী পূবালী গুহ শাস্ত্রী জানান, রাশি অনুযায়ী আপনার বোনকে দিন তুলে দিন বিশেষ উপহার । প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। সংগৃহীত ছবি। 
advertisement
2/11
*মেষ রাশির জাতকরা এদিন তার বোনদের জন্য বেছে নিতে পারেন লাল রঙের কোন পোশাক। মেসের জাতকদের নিয়ন্ত্রক গ্রহ মঙ্গল। তাই লাল রঙের কোন পোশাক উপহার দেওয়া আপনাদের জন্য শুভ হবে। সংগৃহীত ছবি।
*মেষ রাশির জাতকরা এদিন তার বোনদের জন্য বেছে নিতে পারেন লাল রঙের কোন পোশাক। মেসের জাতকদের নিয়ন্ত্রক গ্রহ মঙ্গল। তাই লাল রঙের কোন পোশাক উপহার দেওয়া আপনাদের জন্য শুভ হবে। সংগৃহীত ছবি।
advertisement
3/11
*ভাইফোঁটার দিন বৃষ রাশিরা, বোনদের হাতে সাদা রংয়ের কোনও উপহার তুলে দিতে পারে। সংগৃহীত ছবি।
*ভাইফোঁটার দিন বৃষ রাশিরা, বোনদের হাতে সাদা রংয়ের কোনও উপহার তুলে দিতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
4/11
*মিথুন রাশির জাতকরা সবুজ রঙের ঘর সাজানোর জিনিস বা বৈদ্যুতিন যন্ত্র উপহার দিতে পারেন আপনার বোন বা দিদিকে। সংগৃহীত ছবি।
*মিথুন রাশির জাতকরা সবুজ রঙের ঘর সাজানোর জিনিস বা বৈদ্যুতিন যন্ত্র উপহার দিতে পারেন আপনার বোন বা দিদিকে। সংগৃহীত ছবি।
advertisement
5/11
*কর্কট রাশির জাতকরা এদিন মুক্তো দিয়ে তৈরি কোনও গয়না উপহার দিতে পারেন বোন বা দিদিকে। সংগৃহীত ছবি।
*কর্কট রাশির জাতকরা এদিন মুক্তো দিয়ে তৈরি কোনও গয়না উপহার দিতে পারেন বোন বা দিদিকে। সংগৃহীত ছবি।
advertisement
6/11
*বৃশ্চিক রাশির জাতকরা লাল রঙের পোশাক আর বোঁদের লাড্ডু উপহার হিসেবে তুলে দিতে পারেন। সংগৃহীত ছবি।
*বৃশ্চিক রাশির জাতকরা লাল রঙের পোশাক আর বোঁদের লাড্ডু উপহার হিসেবে তুলে দিতে পারেন। সংগৃহীত ছবি।
advertisement
7/11
*ধনু রাশির জাতকদের অধিপতি বৃহস্পতি। হলুদ বা গেরুয়া রং এঁদের জন্য শুভ। বোন ধনুর জাতক হলে তাঁকে হলুদ বা গেরুয়া রঙের পোশাক উপহার দিতে পারেন। সংগৃহীত ছবি।
*ধনু রাশির জাতকদের অধিপতি বৃহস্পতি। হলুদ বা গেরুয়া রং এঁদের জন্য শুভ। বোন ধনুর জাতক হলে তাঁকে হলুদ বা গেরুয়া রঙের পোশাক উপহার দিতে পারেন। সংগৃহীত ছবি।
advertisement
8/11
*মকর রাশির জাতকদের অধিপতি শনি। মোবাইল বা অন্য কোনও গ্যাজেট উপহার হিসেবে পেলে এঁরা সবচেয়ে খুশি হবেন। লোহার তৈরি কোনও জিনিসও এঁদের দিতে পারেন। সংগৃহীত ছবি।
*মকর রাশির জাতকদের অধিপতি শনি। মোবাইল বা অন্য কোনও গ্যাজেট উপহার হিসেবে পেলে এঁরা সবচেয়ে খুশি হবেন। লোহার তৈরি কোনও জিনিসও এঁদের দিতে পারেন। সংগৃহীত ছবি।
advertisement
9/11
*কুম্ভ রাশির জাতকদের উপরেও থাকে শনির প্রভাব। কালো রঙের পোশাক বা কালো রঙের অন্য জিনিস এঁদের দিতে পারেন। বৈদ্যুতিন সামগ্রীও এঁদের দেওয়া যেতে পারে। সংগৃহীত ছবি।
*কুম্ভ রাশির জাতকদের উপরেও থাকে শনির প্রভাব। কালো রঙের পোশাক বা কালো রঙের অন্য জিনিস এঁদের দিতে পারেন। বৈদ্যুতিন সামগ্রীও এঁদের দেওয়া যেতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
10/11
*মীন রাশির জাতকদের অধিপতি হল বৃহস্পতি। তামার তৈরি কোনও জিনিস এঁদের উপহার দিতে পারেন। হলুদ রঙের যে কোনও জিনিস এঁদের জন্য শুভ। সংগৃহীত ছবি।
*মীন রাশির জাতকদের অধিপতি হল বৃহস্পতি। তামার তৈরি কোনও জিনিস এঁদের উপহার দিতে পারেন। হলুদ রঙের যে কোনও জিনিস এঁদের জন্য শুভ। সংগৃহীত ছবি।
advertisement
11/11
*এই রাশি মেনে এই ভাইফোঁটায় তুলে দিন আপনার বোনকে উপহার তবেই এই বছর শুভ যাবে আপনার। সংগৃহীত ছবি।
*এই রাশি মেনে এই ভাইফোঁটায় তুলে দিন আপনার বোনকে উপহার তবেই এই বছর শুভ যাবে আপনার। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement