জানা গিয়েছে, এদিন মালদহ জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারি চালানোর সময় একজন ব্যক্তিকে সাইকেলে করে ঘোরাঘুরি করতে দেখেন বিএসএফের জওয়ানরা। সেই সময় বিএসএফের জওয়ানরা গোয়েন্দা তথ্যের সূত্রে জানতে পারেন, মিরিক সুলতানপুর সীমান্ত ফাঁড়ি এলাকা দিয়ে কোনও এক চোরাকারবারি সোনা পাচারের চেষ্টা করতে পারে। সেই মতো এদিন জওয়ানরা একজন সন্দেহভাজন ব্যক্তিকে সাইকেল নিয়ে সীমান্তের দিকে যাওয়ার পথে আটকানোর চেষ্টা করে।
advertisement
ঘটনায় সাইকেল ফেলে পালাতে সক্ষম হয় চোরাকারবারি। কিছুক্ষণ পর ফেলে যাওয়া ওই সাইকেলের তল্লাশি চালালে সাইকেলের টায়ারের টিউব থেকে উদ্ধার হয় ২৪ ক্যারেটের ৮১৬.৪১ গ্রামের সাতটি সোনার বিস্কুট যার বাজার মূল্য আনুমানিক ১,০২,৪০,৯৩০ টাকা।
ঘটনায় উদ্ধার হওয়া সাইকেল ও সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করে মহদীপুর বিওপিতে নিয়ে যায় বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের জওয়ানরা। ঘটনায় চোরাকারবারির খোঁজে তদন্ত শুরু করেছে বিএসএফ।
জিএম মোমিন






