TRENDING:

Viral Rose Plant: বোতাম সাইজের গোলাপ দেখেছেন? কোথায় পাবেন জেনে নিন

Last Updated:

কোচবিহারের এক নার্সারিতে পাওয়া যাচ্ছে এই বোতাম সাইজের গোলাপ। এর দাম একদমই কম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: গোলাপকে ফুলের রানি বলা হয়। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে এর চাহিদা বিশ্বজনীন। গোলাপের সৌন্দর্য্যে মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এই ফুল যেমন কাজে লাগে সাজসজ্জার, তেমনই ঘর সাজাতে বা কাউকে উপহার দিতেও এর জুরি নেই। তবে এই ফুলের মধ্যেও রয়েছে বিশেষ কিছু প্রকারভেদ। কোনও গোলাপ দেখতে লাল রঙের তো কোন‌টা আবার হলুদ কিংবা সাদা। এমনকি কালো রঙের গোলাপ ফুলও হয়ে থাকে! তবে আজ আপনাদের এমন এক ধরনের গোলাপ ফুলের সঙ্গে পরিচয় করাব যা একদমই আলাদা। এই ফুলটি দেখতে ছোটো একটি বোতামের মতো!
advertisement

আরও পড়ুন: হাতি-বাইসনের তাণ্ডবে পেশা বদল, চাষ ছেড়ে ছেলেরা পরিযায়ী শ্রমিক

কোচবিহারের এক নার্সারিতে পাওয়া যাচ্ছে এই বোতাম সাইজের গোলাপ। এর দাম একদমই কম। যে নার্সারিতে এই বিশেষ ধরনের গোলাপ ফুল পাওয়া যাচ্ছে তার কর্ণধার ভবানী দাস জানান, এটি একটি অন্য প্রজাতির গোলাপ। অনান্য গোলাপের থেকে দেখতে একদমই আলাদা। মূলত এটি দুটি গাছের ক্রস ব্রিড। এই ফুলটি মূলত ঘর সাজানোর কজে ব্যবহার করা হয়ে থাকে।

advertisement

বোতামের আকৃতির গোলাপ গাছ ১৫০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা দামের মধ্যে বিক্রি করা হয়। এই গোলাপ ফুল কোচবিহারের অন্য কোথাও পাওয়া যায় না। এই চারাগুলিকে কলকাতার শেখরপুর থেকে নিয়ে আসা হয়। তবে এর চাহিদা যথেষ্ট বেশি। বহু মানুষ রীতিমতো ভিড় করে কিনছেন এই গাছ।

View More

আরও খবর পড়তে ফলো করুন

advertisement

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

ফুল কিনতে আসা দুই ক্রেতা মধুসূদন মণ্ডল ও প্রদীপ দত্ত জানান, এই ফুল গাছটি বেশি বড়ো হয় না। দেখতেও বেশ সুন্দর। ফুল গাছটির দামও কম। এই গাছটি যত্ন করলে দেখতে বেশ ভালো হয়। এই গোলাপ ফুলের গাছটি মূলত ঘর সাজানোর জন্য ব্যাবহার করা হয়ে থাকে। তবে গাছটিকে প্রতিদিন সকালে রোদে দিতে হয়, নাহলে গাছটি মরে যেতে পারে। এছাড়া ভাল ফুল ফোটাতে হলে দিনের কিছুটা সময় গাছকে রোদে রেখে দেওয়া দরকার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Rose Plant: বোতাম সাইজের গোলাপ দেখেছেন? কোথায় পাবেন জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল