আরও পড়ুন: হাতি-বাইসনের তাণ্ডবে পেশা বদল, চাষ ছেড়ে ছেলেরা পরিযায়ী শ্রমিক
কোচবিহারের এক নার্সারিতে পাওয়া যাচ্ছে এই বোতাম সাইজের গোলাপ। এর দাম একদমই কম। যে নার্সারিতে এই বিশেষ ধরনের গোলাপ ফুল পাওয়া যাচ্ছে তার কর্ণধার ভবানী দাস জানান, এটি একটি অন্য প্রজাতির গোলাপ। অনান্য গোলাপের থেকে দেখতে একদমই আলাদা। মূলত এটি দুটি গাছের ক্রস ব্রিড। এই ফুলটি মূলত ঘর সাজানোর কজে ব্যবহার করা হয়ে থাকে।
advertisement
বোতামের আকৃতির গোলাপ গাছ ১৫০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা দামের মধ্যে বিক্রি করা হয়। এই গোলাপ ফুল কোচবিহারের অন্য কোথাও পাওয়া যায় না। এই চারাগুলিকে কলকাতার শেখরপুর থেকে নিয়ে আসা হয়। তবে এর চাহিদা যথেষ্ট বেশি। বহু মানুষ রীতিমতো ভিড় করে কিনছেন এই গাছ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ফুল কিনতে আসা দুই ক্রেতা মধুসূদন মণ্ডল ও প্রদীপ দত্ত জানান, এই ফুল গাছটি বেশি বড়ো হয় না। দেখতেও বেশ সুন্দর। ফুল গাছটির দামও কম। এই গাছটি যত্ন করলে দেখতে বেশ ভালো হয়। এই গোলাপ ফুলের গাছটি মূলত ঘর সাজানোর জন্য ব্যাবহার করা হয়ে থাকে। তবে গাছটিকে প্রতিদিন সকালে রোদে দিতে হয়, নাহলে গাছটি মরে যেতে পারে। এছাড়া ভাল ফুল ফোটাতে হলে দিনের কিছুটা সময় গাছকে রোদে রেখে দেওয়া দরকার।
সার্থক পণ্ডিত