Alipurduar News: হাতি-বাইসনের তাণ্ডবে পেশা বদল, চাষ ছেড়ে ছেলেরা পরিযায়ী শ্রমিক

Last Updated:

সংসার চালাতে বাধ্য হয়ে এলাকার বাসিন্দারা কৃষিকাজ ছেড়ে ভিন জেলা ও ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে যাচ্ছেন

+
title=

আলিপুরদুয়ার: বন্য জন্তুদের তাণ্ডবে বদলে গিয়েছে পেশা। স্থায়ী কৃষিকাজ ছেড়ে পরিযায়ী শ্রমিক হতে হয়েছে পাম্পু বস্তির বাসিন্দাদের। রাতের অন্ধকার নামার জন্য আর অপেক্ষা করছে না বন্যজন্তুরা এখন দিনের বেলাতেও বক্সার জঙ্গল থেকে বেরিয়ে ঢুকে পড়ছে রাজাভাতখাওয়ার পাম্পু গ্রামে। তাদের দাপাদাপিতে কৃষিকাজ করে কোন‌ও লাভ হচ্ছে না। সব ফসল বন্য জন্তুরাই শেষ করে দিচ্ছে।
এই পরিস্থিতিতে সংসার চালাতে বাধ্য হয়ে এলাকার বাসিন্দারা কৃষিকাজ ছেড়ে ভিন জেলা ও ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে যাচ্ছেন। বক্সার জঙ্গলঘেরা গ্রাম রাজাভাতখাওয়া। গ্রাম বললে ভুল হবে, এখানে জঙ্গলের ঘনত্ব বেশি। রাজাভাতখাওয়ার জঙ্গল পেরোলেই গ্রাম পাম্পু বস্তি। এখানে কৃষিকাজ প্রধান জীবিকা স্থানীয়দের। বিভিন্ন মরশুমে শাকসব্জির চাষ তো হয়ই, তাছাড়া ধান, ভুট্টার চাষ হয় এলাকায়। বছর খানেক আগেও শীতকাল এলেই সর্ষের গাছে ছেয়ে যেত এলাকার ক্ষেত। কিন্তু এই শীতে দেখা মেলেনি সর্ষে ক্ষেতের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এবার শুনশান এলাকার কৃষিক্ষেতগুলি। পরিবারগুলোর শক্ত সামর্থ্য একটাও ছেলে আর গ্রামে নেই। পেটের দায়ে ছুটেছে অন্যত্র কাজ করতে। ফলে কে আর করবে চাষ। এই নিয়ে স্থানীয় বাসিন্দা ফুলমণি রাভা বলেন, কোনও কিছু চাষ করেই শান্তি নেই। হাতি, বাইসন চলে আসছে যখন তখন। তছনছ করে দিচ্ছে ক্ষেত। অনেক লোকসান হয়ে যাচ্ছে। এবারে তাই আর কোনও চাষ হয়নি এলাকায়। রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই পাম্পু বস্তি। এলাকার যুবকেরা চলে গিয়েছে অন‍্যত্র কাজ করতে, বর্তমানে যুবতীরাও নেই এলাকায়। তাঁরাও বেরিয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে বন্যপ্রাণীদের গতিবিধির উপর বন দফতর যেন আরও কড়া নজরদারি চালায়, এটাই চাইছে অসহায় মানুষগুলো।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: হাতি-বাইসনের তাণ্ডবে পেশা বদল, চাষ ছেড়ে ছেলেরা পরিযায়ী শ্রমিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement