আরও পড়ুন: রবি চাষে সরকারি বিমা, কোন পাঁচটি ফসল তালিকায় জায়গা পেল দেখুন
হিলি ব্লকের সিদাই বিএসএফ ক্যাম্পে এই কার্যকলাপ হয়েছে। বৃহস্পতিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি সূর্যকান্ত শর্মা সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি চকগোপাল ক্যাম্পে বিএসএফের আইজি মহিলা কনস্টবেলদের জন্য ব্যারাকের শিলান্যাস করেন।
advertisement
বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকা আরও বেশি করে সুরক্ষিত করতে, চোরা চালান রুখতে প্রায় ৫০ টি সোলার আলো দেওয়া হয় এলাকার মানুষদের হাতে। এতে সেই এলাকার মানুষদেরও মধ্যে ভীতিও কাটবে বলে জানানো হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
অত্যাধুনিক মানের এই সোলার লাইটগুলি লাগানোর ফলে একদিকে যেমন স্থানীয় বাসিন্দাদের চলাচলের সুবিধা হবে, অপরদিকে সীমান্ত এলাকা আলোকিত ফলে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের তাদের কাজকর্ম করতেও সুবিধা হবে।
সুস্মিতা গোস্বামী