Crop Insurance: রবি চাষে সরকারি বিমা, কোন পাঁচটি ফসল তালিকায় জায়গা পেল দেখুন
- Reported by:SUSMITA GOSWAMI
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
চলতি বছরে রবি শস্য চাষ শস্য বিমার আওতায় নিয়ে এসেছে প্রশাসন। সম্পূর্ণ বিনামূল্যে দক্ষিণ দিনাজপুর সহ বাংলার প্রতিটি জেলার কৃষকেরা বাংলা শস্য বিমার জন্য আবেদন করতে পারবেন
দক্ষিণ দিনাজপুর: গ্রাম বাংলার কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে বাংলা রবি শস্য বিমার প্রক্রিয়া শুরু হয়েছে জেলায়। এর জন্য চাষীঊ ভাইরা কীভাবে আবেদন করবেন জেনে নিন।
চলতি বছরে রবি শস্য চাষ শস্য বিমার আওতায় নিয়ে এসেছে প্রশাসন। সম্পূর্ণ বিনামূল্যে দক্ষিণ দিনাজপুর সহ বাংলার প্রতিটি জেলার কৃষকেরা বাংলা শস্য বিমার জন্য আবেদন করতে পারবেন। এই বিষয়ে কৃষকদের সচেতন করতে একটি প্রচারমূলক ট্যাবলোর উদ্বোধন হল এদিন। যা পুরো জেলাজুড়ে প্রচার অভিযান চালাবে।ব্লকে ব্লকে গিয়ে নাম নথিভুক্ত করলেই জানতে পারবেন আবেদন প্রক্রিয়া।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
এই বিমা করলে ফসলের ক্ষতি হলেও কৃষকরা আর্থিক সাহায্য পাবেন। জেলাতে ২ লক্ষ ৬২ হাজার কৃষককে এই শস্য বিমার আওতায় আনার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। মূলত প্রাকৃতিক দুর্যোগ, দেরিতে বৃষ্টি ও অনাবৃষ্টির ফলে ফসল ক্ষতির আশঙ্কা বাড়ছে। আপাতত রবি শস্যের পাঁচটি ফসলকে এই বিমার আওতাভুক্ত করা হয়েছে। সেগুলি হল- গম, সর্ষে, মুসুর ডাল, আলু এবং কালো জাম। কৃষকদের হয়ে রাজ্য সরকার বাংলা শস্য বিমার প্রিমিয়াম বহন করবে।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 30, 2023 6:30 PM IST









