Alipurduar News: বাগান বন্ধ, পেটের দায়ে দক্ষিণ ভারত পাড়ি দিচ্ছে বাংলার চা শ্রমিকরা

Last Updated:

আলিপুরদুয়ারের রায়মাটাং, কালচিনি সহ বেশ কিছু চা বাগান বন্ধ। বাধ্য হয়ে এখানকার শ্রমিকরা পরিবার নিয়ে ভিন রাজ‍্যে পাড়ি দিচ্ছেন

+
বন্ধ

বন্ধ রায়মাটাং বাগান

আলিপুরদুয়ার: পেটের দায়ে বাংলার চা শ্রমিকরা এবার চা পাতা তুলবেন দক্ষিণ ভারতে। বন্ধ চা বাগানের শ্রমিকরা পরিবার নিয়ে পাড়ি দিচ্ছেন ভিন রাজ‍্যে। সেখানে গিয়েও চা বাগানেই কাজ করবেন, তাতে অন্তত দু’বেলা দুমুঠো খাবার জুটবে।
আলিপুরদুয়ারের রায়মাটাং, কালচিনি সহ বেশ কিছু চা বাগান বন্ধ। বাধ্য হয়ে এখানকার শ্রমিকরা পরিবার নিয়ে ভিন রাজ‍্যে পাড়ি দিচ্ছেন। প্রতিদিন নিউ আলিপুরদুয়ার স্টেশনে দক্ষিণ ভারতের রাজ্যে যাওয়ার জন্য ট্রেনে উঠছেন এখানকার চা শ্রমিকরা। অধিকাংশের‌ই গন্তব্য তামিলনাড়ুর।
advertisement
advertisement
দুর্গাপুজোর আগে বন্ধ হয়ে যায় রায়মাটাং চা বাগান। বাগান খোলা নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকও হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। দীর্ঘদিন থেকে বাগান বন্ধ থাকায় শ্রমিকরা সমস্যায় পড়ছেন। এলাকায় অন‍্য কোনও কর্মসংস্থান না থাকায় বাধ্য হয়ে বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এমনই এক কর্মহীন শ্রমিক অমল লামা বলেন, বিপদে পড়েই বাইরে যাচ্ছি আমরা। যদি বাগান খুলে যেত তাহলে এই পথ খুঁজতে হত না। প্রশাসনকে তাও বলছি বাগানটা খুলে দেওয়ার জন‍্য। যাতে আর কোনও শ্রমিককে বাইরে যেতে না হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
ইতিমধ্যেই রায়মাটাং চা বাগানের শতাধিক শ্রমিক চলে গিয়েছেন দক্ষিণ ভারতে। শ্রমিক নেতারা জানান, চা শ্রমিকদের বাইরে যাওয়ার ইচ্ছা নেই। কিন্তু বাধ‍্য হয়ে নিজেদের পরিবার পরিজন ছেড়ে যেতে হচ্ছে। এই প্রসঙ্গে শ্রমিক নেতা বিকাশ মাহালি জানান, আলিপুরদুয়ার জেলার পাঁচটা বন্ধ চা বাগান থেকেই শ্রমিকরা হতাশ হয়ে বাইরে চলে যাচ্ছেন। বন্ধ চা বাগান নিয়ে কেন্দ্র ও রাজ‍্য সরকার কিছুই করছে না। বাগানগুলির শ্রমিকদের দুর্দশা দেখা যায় না। কবে খুলবে বন্ধ বাগান? নাকি এইভাবেই শ্রমিকরা বাইরে কাজ করতে যেতেই থাকবেন? প্রশ্ন সকলের মুখে।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: বাগান বন্ধ, পেটের দায়ে দক্ষিণ ভারত পাড়ি দিচ্ছে বাংলার চা শ্রমিকরা
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement