TRENDING:

Brown Sugar-Cash Rescue: বাড়িতেই মজুত কোটি কোটি টাকার মাদক! সঙ্গে নগদ ৩২ লক্ষ, টাকা গোনার মেশিন উদ্ধার

Last Updated:

Brown Sugar-Cash Rescue: এলাকায় নিপাট সাধারণ মানুষ বলে পরিচিত কালিয়াচকের বামনটোলা গ্রামে সমীর শেখের বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণে টাকা ও মাদক উদ্ধার করেছে পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: বাড়িতেই মজুত কোটি কোটি টাকার ব্রাউন সুগার। সঙ্গে বাড়িতেই ছিল টাকা গোনার মেশিন। হানা দিয়ে নগদ ৩২ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। তুমুল শোরগোল মালদহ জুড়ে।
উদ্ধার টাকা
উদ্ধার টাকা
advertisement

নির্বাচনের সময় মাদক কারবারীদের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল মালদহ জেলা পুলিশ। এলাকায় নিপাট সাধারণ মানুষ বলে পরিচিত কালিয়াচকের বামনটোলা গ্রামে সমীর শেখের বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণে টাকা ও মাদক উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি বাড়ির মালিক সমীর শেখকেও গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যাক্তি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। বাড়িতে বসেই মাদক পাচারের কার্যকলাপ চালাত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির বাড়িতে হানা দেয়। বাড়িতে তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় বিপুল পরিমাণে মাদক সহ নগদ টাকা।

advertisement

আরও পড়ুন: ফল প্রকাশের আগের দিন থেকে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী, ১৫ দিন পরেও সন্ধান নেই সায়নের

রাতে সমীর‌ শেখের বাড়িতে হানা দেয় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে উদ্ধার হয় ৭ কেজি ৯০০ গ্রাম ব্রাউন সুগার। সেই সঙ্গে নগদ ৩২ লক্ষ টাকা ও একটি টাকা গোনার মেশিন। উদ্ধার হ‌ওয়া ব্রাউন সুগারের চোরাই বাজারে আনুমানিক মূল্য প্রায় ২৮ কোটি টাকা। পুলিশের অনুমান, গোপনে ওই বাড়িতে মাদক পাচার চক্রের বড়সড় আখড়া গড়ে উঠেছিল। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে এদিন মালদহ জেলা আদালতের পেশ করে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। মালদহের এসপি প্রদীপ কুমার যাদব বলেন, মাদক সহ এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
সকাল থেকেই ভক্তদের ঢল! রাজরাজেশ্বরী বেশে মা তারা, বিশেষ পুজো ও ভোগের আয়োজন
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Brown Sugar-Cash Rescue: বাড়িতেই মজুত কোটি কোটি টাকার মাদক! সঙ্গে নগদ ৩২ লক্ষ, টাকা গোনার মেশিন উদ্ধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল