Missing School Student: ফল প্রকাশের আগের দিন থেকে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী, ১৫ দিন পরেও সন্ধান নেই সায়নের

Last Updated:

Missing School Student: পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই ওই নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থীর সন্ধানে নেমে পড়েছে পুলিশ। ইতিমধ্যেই সায়নের সব বন্ধুদের ডেকে জিজ্ঞাসাবাদ‌ও করেছে

সায়ন ও তাঁর পরিবার
সায়ন ও তাঁর পরিবার
কোচবিহার: নিখোঁজ হওয়ার পর কেটে গিয়েছে ১৫ দিন। এখনও খোঁজ মেলেনি খাগড়াবাড়ির মাধ্যমিক পরীক্ষার্থী সায়ন দাসের। ফোন করলে সুইচ অফ বলছে। ফলে প্রবল উদ্বেগে দিন কাটছে পরিবারের সদস্যদের।
পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই ওই নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থীর সন্ধানে নেমে পড়েছে পুলিশ। ইতিমধ্যেই সায়নের সব বন্ধুদের ডেকে জিজ্ঞাসাবাদ‌ও করেছে। কিন্তু বিশেষ একটা এগোনো সম্ভব হয়নি। সেভাবে কোন‌ও কিছু জানতে না পারায় পুলিশ অদ্ভুত এক ধোঁয়াশার মধ্যে আছে। অন্যদিকে দু’সপ্তাহ পরেও ওই মাধ্যমিক পরীক্ষার্থী নিখোঁজ থাকায় রহস্য দানা বাঁধতে শুরু করেছে।
advertisement
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, নিখোঁজ হওয়ার দিন সন্ধে নাগাদ সায়ন বন্ধুদের সঙ্গে সাগরদিঘি চত্বরে ঘুরতে গিয়েছিল। তারপর থেকেই সে নিখোঁজ। চলতি বছরের রামভোলা হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল সে। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়বে বলে পড়াশোনাও শুরু করে দিয়েছিল। তবে আচমকাই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগের দিন রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে ১৫ দিন পেরিয়ে গেলেও সন্ধান নেই।
advertisement
সায়নের মামা উজ্জ্বল দাস জানান, সায়নের ছেলেবেলাতেই বাবা মারা গিয়েছিল। তারপর থেকে তার মা বেসরকারি সংস্থায় সেলসম্যানের কাজ করে ছেলেকে বড় করে তোলেন। নিখোঁজ হওয়ার দিন সায়ন দাসের পরনে ছিল ধূসর ও সাদা রঙের বিন্দু ওয়ালা একটি ফুল হাতা গেঞ্জি, নেভি ব্লু কালারের ট্রাকসুট, সাদা জুতো। এছাড়াও একটি কালো চামড়ার পিঠ ব্যাগ ছিল তার সঙ্গে। যদি কোনও ব্যক্তি সায়নের খোঁজ পান তবে অবশ্যই ৯৭৭৫০৮১৯১০ নম্বরে যোগাযোগ করবেন।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Missing School Student: ফল প্রকাশের আগের দিন থেকে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী, ১৫ দিন পরেও সন্ধান নেই সায়নের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement