TRENDING:

Dakshin Dinajpur News: বছর ঘুরে গেলেও ঠিক হল না ভাঙা কালভার্ট

Last Updated:

বৈদ্যুতিক সিমেন্টের খুঁটি বহনকারী একটি লরি ওই কালভার্টের উপর দিয়ে যাওয়ার সময় সেতুটি হুরমুড়িয়ে ভেঙে পড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: কালভার্ট ভেঙে গিয়েছে। আজ নয়, প্রায় এক বছর আগে সেটি ভেঙে গেলেও এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সারানো হয়নি। এদিকে রাস্তার অবস্থাও অত্যন্ত খারাপ। ফলে কীভাবে যাতায়াত করবেন তা ভেবে পাচ্ছেন না বালুরঘাটের বোয়ালদা পঞ্চায়েতের কাশিয়াডাঙার বাসিন্দারা।
advertisement

আরও পড়ুন: বন দফতরের চরম গাফিলতি, চোখের সামনে একটু একটু করে শেষ হয়ে গেল হনুমান!

কংক্রিটের সেতু সংযোগকারী কালভার্টটি এক বছর আগে ভেঙে যায়। এর ফলে সমস্যায় পড়ে বোয়ালদা ও জলঘর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষ। এক বছরেরও বেশি সময় ধরে এই পরিস্থিতি থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসন কালভার্টটি সারায়নি। বর্তমানে দক্ষিণ দিনাজপুরের এই বিস্তীর্ণ এলাকার মানুষ বাঁশের মাচার ওপর বৈদ্যুতিক খুঁটি ফেলে ঝুঁকি নিয়ে পারাপার করছেন।

advertisement

View More

গ্রামবাসীদের অভিযোগ, এই কালভার্ট সারানোর বিষয়ে প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোন‌ও কাজ হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি বৈদ্যুতিক সিমেন্টের খুঁটি বহনকারী একটি লরি ওই কালভার্টের উপর দিয়ে যাওয়ার সময় সেতুটি হুরমুড়িয়ে ভেঙে পড়ে। এর উত্তর প্রান্তে রয়েছে বোয়ালদা পঞ্চায়েত এবং দক্ষিণ দিকে জলঘর পঞ্চায়েত। ফলে ওই এলাকার দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা চলাচলের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। বর্তমানে এলাকাবাসীর একটাই প্রশ্ন, আর কতদিন এই দুর্ভোগ পোহাতে হবে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dakshin Dinajpur News: বছর ঘুরে গেলেও ঠিক হল না ভাঙা কালভার্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল