আরও পড়ুন: বন দফতরের চরম গাফিলতি, চোখের সামনে একটু একটু করে শেষ হয়ে গেল হনুমান!
কংক্রিটের সেতু সংযোগকারী কালভার্টটি এক বছর আগে ভেঙে যায়। এর ফলে সমস্যায় পড়ে বোয়ালদা ও জলঘর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষ। এক বছরেরও বেশি সময় ধরে এই পরিস্থিতি থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসন কালভার্টটি সারায়নি। বর্তমানে দক্ষিণ দিনাজপুরের এই বিস্তীর্ণ এলাকার মানুষ বাঁশের মাচার ওপর বৈদ্যুতিক খুঁটি ফেলে ঝুঁকি নিয়ে পারাপার করছেন।
advertisement
গ্রামবাসীদের অভিযোগ, এই কালভার্ট সারানোর বিষয়ে প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি বৈদ্যুতিক সিমেন্টের খুঁটি বহনকারী একটি লরি ওই কালভার্টের উপর দিয়ে যাওয়ার সময় সেতুটি হুরমুড়িয়ে ভেঙে পড়ে। এর উত্তর প্রান্তে রয়েছে বোয়ালদা পঞ্চায়েত এবং দক্ষিণ দিকে জলঘর পঞ্চায়েত। ফলে ওই এলাকার দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা চলাচলের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। বর্তমানে এলাকাবাসীর একটাই প্রশ্ন, আর কতদিন এই দুর্ভোগ পোহাতে হবে?
সুস্মিতা গোস্বামী





