TRENDING:

Alipurduar News: ট্রেন দুর্ঘটনায় উদ্ধারকার্য থেকে বন্যপ্রাণীদের জীবন দান! রেল মনে রাখবে 'কাজল দা'কে

Last Updated:

চাকরি জীবনের শেষ দিনে সহকর্মীদের থেকে সম্বর্ধনা পেয়ে আবেগপ্লুত কাজল চন্দ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: এরপর আর ট্রেন চালানো নিয়ে নানা উপদেশ জুনিয়র কর্মচারীদের দেবেন না তিনি। শেষবারের মত ট্রেনের ইঞ্জিন, লোকো পাইলটের সিট ছুঁয়ে দেখলেন কাজল চন্দ। চাকরি জীবনের শেষ দিনে সহকর্মীদের থেকে সম্বর্ধনা পেয়ে আবেগপ্লুত তিনি। লোকো পাইলট কাজল চন্দ, আলিপুরদুয়ার ডিভিশন রেলওয়ের এক পরিচিত নাম। সহকর্মীদের প্রিয় কাজল দা তিনি। লোকো পাইলট ছিলেন, কাজের চাপ সবসময় মাথায় বসে থাকত। তারপরেও তার মিষ্টি ব্যবহারের কোনও নড়চড় হয়নি।
advertisement

আলিপুরদুয়ার স্টেশনে ট্রেন নিয়ে ঢোকার পর, নিজের চেম্বারে গিয়ে নিতেন খানিক বিশ্রাম। তারপরেই নিয়ম করে সহকর্মীদের সঙ্গে আড্ডা। যারা জুনিয়র তাঁদের বলতেন ট্রেন নিয়ে যাওয়ার বিভিন্ন অভিজ্ঞতার কথা। চাকরি জীবনের শেষ দিনেও শিলিগুড়ি থেকে বামনহাট এক্সপ্রেস নিয়ে তিনি আলিপুরদুয়ার জাংশনে আসেন। নিজের উপস্থিতি জানান কম্পিউটারে। তিনি স্টেশনে আসতেই তার সহকর্মীরা তাকে ঘিরে ধরেন।

advertisement

আরও পড়ুন: ৫-৬ ইঞ্চি লম্বা, ওজনও কম নয়! বাঁশির মত কাজ করলেও এর কিন্তু নাম বাঁশি নয়

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

তার গলায় পরিয়ে দেন মালা। মাথায় পরান পাগড়ি। ডাকা হয়েছিল কাজল চন্দের পুরো পরিবারকে। এসেছিলেন রেলের আধিকারিকরা। এই প্রথম আলিপুরদুয়ার ডিভিশনে কোনও লোকো পাইলটকে এমন বিদায় সম্বর্ধনা দেওয়া হল। লোকো পাইলট কাজল চন্দ গিয়েছেন বিভিন্ন রেল দুর্ঘটনার উদ্ধার কাজে। এছাড়াও একাধিক হাতিকে রেল দুর্ঘটনা থেকে রক্ষা করেছেন তিনি, সঠিক সময়ে ট্রেন থামিয়ে। যে কোনও সময় পাওয়া যেত বলেই জানা যায়।

advertisement

বিদায় সম্বর্ধনাতে যোগ দিয়ে কাজল চন্দ জানান, “লোকো পাইলটকে হতে হবে ধীর, স্থির। কাজ থেকে ফিরে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। অধিকারিকদের কথা শুনে চলতে হবে। তাহলেই সফলভাবে কাজ করা সম্ভব।”

সেরা ভিডিও

আরও দেখুন
ঘূর্ণিঝড় মন্থার জের! আর কত দিন সমুদ্রে যেতে পারবেন না মৎস্যজীবীরা? জানিয়ে দিল মৎস্য দফতর
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: ট্রেন দুর্ঘটনায় উদ্ধারকার্য থেকে বন্যপ্রাণীদের জীবন দান! রেল মনে রাখবে 'কাজল দা'কে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল