স্থানীয়দের থেকে জানা গিয়েছে, বেপরোয়া গতির বলি হয়েছেন এই দুই বাইক আরোহী। বাইক নিয়ে তাঁরা কার্যত উড়ে যাচ্ছিলেন। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মালদহের পুখুরিয়া রাজ্য সড়কের উপর পীরগঞ্জ বটতলিা স্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুখুরিয়া থানার পুলিশ। বাইক আরোহী দুইজনের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
আরও পড়ুন: সেরে ওঠা রোগীর হঠাৎ মৃত্যু! ব্যাপক উত্তেজনা বালুরঘাট হাসপাতালে
মৃত দুই যুবকের নাম শেখ জামিদুল ( ২৪) ও শেখ সাজুল( ২৩)। দু’জনেরই বাড়ি পুখুরিয়া থানার মহারাজপুর গোকুলনগর গ্রামে। স্থানীয় বাসিন্দা মাসিদুর রহমান বলেন, আমরা সকলেই চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। দোকান থেকে বেরিয়ে দেখি বাইক-ম্যাক্সি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলাই একজনের মৃত্যু হয়। কিছুক্ষণ পরে আরও একজনের মৃত্যু হয়। ট্যাক্সির চালক পলাতক।
আরও পড়ুন: শিল্পায়নের ছন্দে নতুন স্লোগান বেঁধে তমলুকে বাজিমাতের লক্ষ্য বাম প্রার্থী সায়নের
জানা গিয়েছে, যাত্রী বোঝাই ম্যাক্সি ট্যাক্সিটি মালদহ থেকে পুখুরিয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে পুকুরিয়ার দিক থেকে বাইকটি মালদহের দিকে আসছিল। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
হরষিত সিংহ