Lok Sabha Election 2024: শিল্পায়নের ছন্দে নতুন স্লোগান বেঁধে তমলুকে বাজিমাতের লক্ষ্য বাম প্রার্থী সায়নের

Last Updated:

Lok Sabha Election 2024: 'জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে শিল্পায়ন'... এই তরুণ সিপিএম প্রার্থী নামের সঙ্গে শিল্পায়নের ছন্দ বেঁধে এই স্লোগান বেশ সাড়া ফেলেছে তমলুকের মানুষের কাছে

+
প্রচারে

প্রচারে সায়ন ব্যানার্জী 

পূর্ব মেদিনীপুর: আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার অন্যতম নজর কাড়া কেন্দ্র হয়ে উঠেছে তমলুক। পূর্ব মেদিনীপুরের এই লোকসভা আসনটিতে রাজ্য রাজনীতির তিন নতুন মুখের লড়াই। দেবাংশু ভট্টাচার্য, সায়ন ব্যানার্জি এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনজনেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়। এই তিন প্রার্থীর লড়াইকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে তমলুকের প্রচার পর্ব। বাকিদের থেকে কিছুটা পিছিয়ে থেকে লড়াই শুরু করলেও নতুন স্লোগানে ভোট যুদ্ধে বাজিমাত করতে চাইছেন বামেদের তরুণ আইনজীবী প্রার্থী সায়ন।
‘জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে শিল্পায়ন’… এই তরুণ সিপিএম প্রার্থী নামের সঙ্গে শিল্পায়নের ছন্দ বেঁধে এই স্লোগান বেশ সাড়া ফেলেছে তমলুকের মানুষের কাছে। শেষ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাদের ‘খেলা হবে’ স্লোগান দিয়ে ভোটের ময়দান কার্যত মাতিয়ে দিয়েছিল। সেই উদাহরণকেই সামনে রেখেই কার্যত নতুন স্লোগান বেঁধেছে বামেরা।
advertisement
advertisement
তমলুক একসময় বামেদের গড় ছিল। পরবর্তীতে তৃণমূলের দখলে আসে। তবে এবারে বাম, বিজেপি ও তৃণমূলের জমজমাট ত্রিমুখী লড়াই এই কেন্দ্রে দেখা যাবে বলে ভোট বিশ্লেষকদের ধারণা। ঘটনা হল এই তমলুক লোকসভার অন্তর্গত নন্দীগ্রামেই পেট্রো ক্যামিকেল হাব গড়ে তোলার কথা হয়েছিল। যার মধ্য দিয়ে বাংলাজুড়ে শিল্পায়নের স্বপ্ন দেখিয়েছিল বামেরা। আবার এই নন্দীগ্রামে জমি বাঁচাও আন্দোলনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তৈরি হওয়া বিরোধী মত দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটায়। যদিও তারপর হলদি নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এখন দেখার জমজমাট ত্রিমুখী লড়াইয়ে শিল্পায়নের ছন্দে বাঁধা স্লোগান তরুণ সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জিকে ভোট বৈতরণী পাড় করতে সাহায্য করে কিনা।
advertisement
সৈকত শী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: শিল্পায়নের ছন্দে নতুন স্লোগান বেঁধে তমলুকে বাজিমাতের লক্ষ্য বাম প্রার্থী সায়নের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement