Tamralipta Day: তাম্রলিপ্তের নাম আবারও ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Tamralipta Day: তাম্রলিপ্ত নগরীর নিদর্শন পাওয়া যায় বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে। ঐতিহাসিকদের মতে, তমলুকের বয়স প্রায় কয়েক হাজার বছর। আধুনিক তমলুক শহরের বয়সও কিন্তু কম নয়
পূর্ব মেদিনীপুর: রাজ্যের অন্যতম প্রাচীন শহর তাম্রলিপ্ত। একসময় এর ঐতিহ্য ও গরিমা বিশ্বব্যাপী বন্দিত ছিল। কিন্তু সেসব এখন অতীত। তবে তাম্রলিপ্ত নগরীর সেই নাম আবারও বিশ্বের কাছে তুলে ধরতে উদ্যোগী হল পুরসভা।
তাম্রলিপ্ত নগরীর নিদর্শন পাওয়া যায় বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে। ঐতিহাসিকদের মতে, তমলুকের বয়স প্রায় কয়েক হাজার বছর। প্রাচীন তমলুক শহরের বয়স যাই হোক না কেন বর্তমান তমলুক শহরের বয়সও কিন্তু কম নয়। দেড়শো বছরেরও বেশি পুরনো এই শহর। তাই তাম্রলিপ্ত পুরসভা বিশেষ উদ্যোগ নিয়েছে এই শহরের প্রাচীন ও বর্তমান গরিমার কথা তুলে ধরতে।
advertisement
advertisement
তমলুক শহরের ধুলোবালিতে মিশে আছে হাজার হাজার বছরের ইতিহাস। কিন্তু কালের নিয়মে তা মলিন হয়েছে। বর্তমানে পুরসভা ১৬০ বছরে পদার্পণ করেছে। ফলে তমলুক শহরের প্রাচীন গৌরবময় ইতিহাস তুলে ধরতে উদ্যোগী হয়েছে তাম্রলিপ্ত পুরসভা। চৈনিক পরিব্রাজক ফা হিয়েন, হিউয়েন সাং-দের মূর্তি বসানোর পাশাপাশি তমলুক শহরে আগত অন্যান্য মনীষীদের মূর্তি বসানো হয়েছে শহরে। এর পাশাপাশি তমলুক শহরের জন্মদিন পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাম্রলিপ্ত দিবস উদযাপনে উদ্যোগী হয়েছে পুরসভা। ঠিক হয়েছে, প্রতিবছর পয়লা বৈশাখ তাম্রলিপ্ত দিবস হিসাবে উদযাপন করা হবে।
advertisement
এই বিষয়ে তাম্রলিপ্তের পুরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, তমলুক শহরের ইতিহাস অনেক প্রাচীন। হাজার হাজার বছরের প্রাচীন ইতিহাস। কিন্তু কোনওকারণে তমলুক যেন পেছনের সারিতে চলে গিয়েছে। এই পুরসভার বয়সও কম নয়। এ বছর ১৬০ বছরে পদার্পণ করেছে। তাই পুরসভার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাম্রলিপ্ত দিবস উদযাপন ও পুরসভার জন্মদিন পালনের বিষয়ে।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2024 8:39 PM IST