Patient Death: সেরে ওঠা রোগীর হঠাৎ মৃত্যু! ব্যাপক উত্তেজনা বালুরঘাট হাসপাতালে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Patient Death: মৃত চন্দনা চক্রবর্তী গোস্বামীর বাড়ি তপন থানার চকভগীরথে। গত ২৭ মার্চ পায়ে ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন
দক্ষিণ দিনাজপুর: রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল বালুরঘাট জেলা হাসপাতালে। চন্দনা চক্রবর্তী গোস্বামী (৪২) নামে এক মহিলার বুধবার মৃত্যু হয়। এরপরই তাঁর পরিজনরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত চন্দনা চক্রবর্তী গোস্বামীর বাড়ি তপন থানার চকভগীরথে। গত ২৭ মার্চ পায়ে ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই থেকেই বালুরঘাট জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। বুধবার সকালে হঠাৎই তাঁর মৃত্যু হয়। পরিজনদের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে। এই বিষয়টি নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার পরিবার।
advertisement
advertisement
মৃতার পরিজনরা জানিয়েছেন, গতকাল চিকিৎসক চন্দনাদেবীকে দেখার পর জানিয়েছিলেন পায়ের ইনফেকশন কমে গেছে। এক-দুদিনের মধ্যে ছুটি দিয়ে দেবেন। শারীরিক অবস্থা ভাল থাকায় মঙ্গলবার রাতে পরিবারের আর কেউ হাসপাতালে ছিলেন না। পরদিন সকালে চন্দনাদেবীর স্বামী হাসপাতালে এসে দেখেন স্ত্রী মারা গেছেন। এদিকে লিখিত অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2024 4:32 PM IST