TRENDING:

Malda News: লুচি তো নয়, যেন হাতির পা! দেখলেই চোখ ছানাবড়া, কোথায় পাওয়া যায় জানেন?

Last Updated:

আকারে একেবারে যেন হাতির পায়ের মত। তাই একটি খেলেই ভরবে পেট। নাম শুনেই একবারের জন্য হলেও এই লুচি খেতে ভিড় জমাচ্ছেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: মালদহে মিলছে বিশাল আকৃতির লুচি। হাতির পায়ের আকারের এই লুচি জেলায় পরিচিত পেয়েছে হাতি পায়া লুচি নামে। আকারে একেবারে যেন হাতির পায়ের মত। তাই একটি খেলেই ভরবে পেট। নাম শুনেই একবারের জন্য হলেও এই লুচি খেতে ভিড় জমাচ্ছেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন।
advertisement

সবজি বা বুন্দিয়া দিয়ে একটা খাবার পরেই যেন ভরে ফুলেফেঁপে উঠছে পেট। আকারের মত দামও এই লুচির ৩০ টাকা। তবে একটি খেলেই যথেষ্ট। সকাল-বিকেল এই হাতির পায়া লুচি বিক্রি করেই মোটা টাকা আয় করছেন লুচি বিক্রেতারা।

এক লুচি বিক্রেতা জিতেন সিংহ বলেন, “প্রায় ২৫ বছর থেকে লুচির দোকান করছি। পূর্বপুরুষদের মুখ থেকে শুনে আসছি হাতি পায়া লুচি নামটি। তবে এর আসল রহস্যটা জানা নেই। এখানকার এই হাতি পায়া লুচি গোটা জেলায় বিখ্যাত। জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন এই লুচি খেতে আসেন।”

advertisement

আরও পড়ুন: যত্ন করে সাজানো পাশাপাশি অনেক ঘর, সব পড়ে থাকে ফাঁকা! গোটা গ্রামে রাত্রিবাস করেন মাত্র দু’জন, কেন? এই ‘আজব গ্রাম’ কোথায় আছে জানেন?

View More

লুচি খেতে আসা এক ব্যক্তি শ্যামানন্দ পাল জানান, “প্রায় এখানে ঘুরতে আসি। ভাগীরথি নদীতে স্নান করতে এসেছিলাম। শুনেছি এই এলাকায় হাতি পায়া লুচি পাওয়া যায়। তাই এখানে খেতে এসেছি খেয়ে খুব ভাল লাগল।”

advertisement

আরও পড়ুন: সবাই পরেন, বলুন তো T Shirt-এর T-এর মানে কী? A, B, C কেউ নয়, কেন T এল ‘শার্টের’ আগে? আসল অর্থ জানলে বিশ্বাই হবে না, ৯৯% লোকজনই ডাহা ভুল উত্তর দিয়েছেন

অন্য কোথাও নয় একমাত্র এই এলাকাতেই পাওয়া যায় এই হাতির পায়া লুচি। মালদহের ইংরেজবাজার ব্লকের সদুল্লাপুর ভাগীরথী নদী লাগোয়া এলাকায় প্রায় পাঁচ থেকে ছয়টি দোকানে তৈরি হয় এই হাতি পায়া লুচি। জেলায় হাতির পায়া লুচি নামে পরিচিতি পেলেও। এই লুচির নামকরণের আসল রহস্য আজও অজানা অনেকের কাছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: লুচি তো নয়, যেন হাতির পা! দেখলেই চোখ ছানাবড়া, কোথায় পাওয়া যায় জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল