Birbhum News: যত্ন করে সাজানো পাশাপাশি অনেক ঘর, সব পড়ে থাকে ফাঁকা! গোটা গ্রামে রাত্রিবাস করেন মাত্র দু'জন, কেন? এই ‘আজব গ্রাম’ কোথায় আছে জানেন?
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
আজব এক গ্রাম,গ্রামে সমস্ত রকম সুযোগ-সুবিধা থাকা সত্বেও দুজনের বেশি কেউ রাত্রিবাস কেনও করছেন না? জানুন বিস্তারিত
গোটা বীরভূম জেলা জুড়ে ছড়িয়ে রয়েছে প্রচুর। বিভিন্ন কারণে বিভিন্ন গ্রাম জনপ্রিয়তা লাভ করেছে। তবে আপনি কী জানেন বীরভূমের মধ্যে রয়েছে এ এক আশ্চর্য গ্রাম। বোলপুর শান্তিনিকেতনে বেড়াতে গেলে এ গ্রামে একবার হলেও ঘুরে আসেন পর্যটকরা। চারদিকে সবুজ গাছগাছালি আর পাখিদের কোলাহল। অতি যত্নে সৃজন করা হয়েছে এ গ্রাম। ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
বেশ কয়েক বিঘা জায়গা জুড়ে তৈরি করা হয়েছে সুন্দর চালাঘর। ঘরের ভিতরে রয়েছে আলো, পাখা। রয়েছে জলাশয় ও পানীয় জলের ব্যবস্থাও। রয়েছে একটি পালকি। সেই পালকির সামনে দাড়িয়ে ছবি ক্যামেরা বন্দি করেন পর্যটকরা। প্রতিদিন এ গ্রামের ভিতরে হাট বসে। রয়েছে মন্দিরও। অনেকেই চিনতে পারছেন এ গ্রামকে। আবার অনেকে হয়ত চিনতে পারবেন না। এ গ্রামের নাম ‘সৃজনী শিল্পগ্রাম’।
advertisement
advertisement
তবে এবার প্রশ্ন কোথায় রয়েছে এই গ্রামটি! বীরভূমের বোলপুর শান্তিনিকেতন বিশ্বভারতীর কলাভবন থেকে মাত্র কিলোমিটার ২ দূরে এই সৃজনী শিল্পগ্রাম। আনুমানিক প্রায় ২৬ বিঘা জমির উপরে তৈরি রয়েছে এই গ্রামটি। আপনি বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে যে কোনও টোটো করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই গ্রাম।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
প্রত্যেকদিন এ গ্রামে বহু পর্যটক আসেন। এই গ্রাম ঘুরে দেখতে গেলে কিছু টাকার বিনিময় টিকিট কাটতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ টাকা। ছাত্র-ছাত্রী অথবা শিশুদের জন্য ১০ টাকা। এ ছাড়াও এখানে ক্যামেরার মাধ্যমে ভিডিয়ো বা ফটোশ‍্যুট করতে গেলেও কাটতে হয় টিকিট। ব্যক্তিগত ফটোশ‍্যুটের ক্ষেত্রে দিতে হয় ৫০ টাকা। সকাল ন'টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই গ্রাম।ছবি ও তথ্য: সৌভিক রায়