আরও পড়ুন: বিষহরি পালা শুনেছেন? ১০০ পেরোনো কান্দুরিদেবীর কন্ঠে আজও বেঁচে এই গান
মালদহ কোর্ট স্টেশন ভারতীয় রেলের কাঠিয়ার ডিভিশনের অন্তর্গত। ভারতীয় রেলের পক্ষ থেকে দেশের পাঁচ শতাধিক স্টেশনের আধুনিককরণ করার পরিকল্পনা নেওয়া হয়। সেই তালিকায় আছে ওল্ড মালদহের মালদহ কোর্ট স্টেশন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৯ কোটির বেশি টাকার। ভার্চুয়ালি এই স্টেশনের আধুনিকীকরণ প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী এক বছরের মধ্যে কাজ শেষ হয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই সময় কালের মধ্যে মালদহ কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি, নতুন প্ল্যাটফর্ম তৈরি, যাত্রীদের জন্য অত্যাধুনিক শৌচাগার, প্রতীক্ষালয়, বসার জায়গা তৈরি করা হবে। উল্লেখ্য, শতাব্দী প্রাচীন মালদহ কোর্ট স্টেশন তৈরি হয় ১৯০৪ সালে। স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সময় এই স্টেশন হয়ে যাতায়াত করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই স্টেশনের প্রতীক্ষালয়ে রাত কাটানোর নজির রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। বর্তমানে এই স্টেশনের সঙ্গে বাংলাদেশে পণ্যবাহী ট্রেন যোগাযোগ চালু রয়েছে। ভবিষ্যতে অমৃত ভারত স্টেশনের মাধ্যমে পরিকাঠামো বৃদ্ধির কাজ শেষ হলে এই স্টেশনে নতুন ট্রেন বৃদ্ধির পথ সুগম হবে বলে আশা রেল কর্তৃপক্ষের।
হরষিত সিংহ