Bengali News: বিষহরি পালা শুনেছেন? ১০০ পেরোনো কান্দুরিদেবীর কন্ঠে আজও বেঁচে এই গান

Last Updated:

বয়স ১০০ বছর। বয়সের ভারে শরীর জর্জরিত।হাঁটাচলা করতে পারেন না। কথা বলেন অল্প বিস্তর।কিন্তু আজ‌ও বিষহরি পালাগান গাইতে পারেন সাবলীলভাবে

+
কান্দুরি

কান্দুরি দেবী

আলিপুরদুয়ার: বার্ধক‍্যজনিত রোগের কারণে স্মৃতিশক্তি লোপ পেয়েছে। কাউকে চেনেন না, কিন্তু ভুলে যাননি বিষহরি গান। এখনও প্রতিটি গানের পংক্তি মনে করে গাইতে পারেন লোকসঙ্গীত শিল্পী কান্দুরি বর্মণ।
বয়স ১০০ বছর। বয়সের ভারে শরীর জর্জরিত।হাঁটাচলা করতে পারেন না। কথা বলেন অল্প বিস্তর।কিন্তু আজ‌ও বিষহরি পালাগান গাইতে পারেন সাবলীলভাবে। কান্দুরি বর্মণের জীবনের সঙ্গে বিষহরি পালাগান জড়িয়ে গিয়েছে প্রথম থেকেই। সম্প্রতি খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে বর্তমানে সুস্থ হচ্ছেন শতবর্ষ পেরোনো লোকশিল্পী কান্দুরি বর্মন। কিছুটা সুস্থ হতেই তিনি প্রতি মুহূর্তে গেয়ে চলেছেন রাজবংশী ভাষায় বিষহরি গান।
advertisement
advertisement
এই প্রবীণ শিল্পীর বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের কালীপুর গ্রামে। বেশ ক’দিন আগে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। শয্যাশায়ী অবস্থায় ছিলেন। খেতে পারছিলেন না। কথাও বন্ধ হয়ে যায়। কিন্তু এমন একজন লোকশিল্পীর কেউ খোঁজ করেনি বলে অভিযোগ পরিবারের। শিল্পীর ছেলে সুকারু বর্মণ জানান, জেলার একটি কোণে থাকি বলেই বঞ্চিত থাকলাম। মা কখনই বৈভব, ঐশ্বর্যের কামনা করেননি। শুধু ভালোবেসেছিলেন গানকেই।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাজবংশী ভাষায় বিষহরি পালাগান কান্দুরিদেবী প্রথম গেয়েছিলেন। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার শ্রোতারা মুখিয়ে থাকতেন তাঁর গান শোনার জন‍্য।কিন্তু প্রত‍্যন্ত এলাকায় বসবাসের কারণে হয়ত কান্দুরি দেবীর খোঁজ কেউ করতে আসতেন না। কেন্দ্র ও রাজ‍্যের তরফে কোনও সম্মান কখনই চাননি কান্দুরি দেবী। শুধু চেয়েছেন একটু খোঁজ রাখুক সবাই। খুব করে চান রাজবংশী ভাষায় বিষহরি পালা গাইবার জন্য নতুন প্রজন্ম উঠে আসুক।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: বিষহরি পালা শুনেছেন? ১০০ পেরোনো কান্দুরিদেবীর কন্ঠে আজও বেঁচে এই গান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement